পাহাড়ের খাঁজে গুপ্তধনের খোঁজ, বাক্সের ঢাকনা খুলতেই সাক্ষাৎ বিপদ
তিনি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ান। পাহাড়ি জায়গায় ঘুরে বেড়ান। শুধু একটাই উদ্দেশ্য সাধনে। আর সেটা হল গুপ্তধনের খোঁজ। সেই খোঁজ পেলেনও। তবে বাক্স খুলতেই বিপদ।

তিনি গুপ্তধন খুঁজে বেড়ান। সেটাই তাঁর নেশা। হাতে থাকে মেটাল ডিটেক্টর। মাটির তলায় বা পাথরের পিছনে কোথায় গুপ্তধন লুকিয়ে আছে তা তো বাইরে থেকে দেখা যায়না। তবে মেটাল ডিটেক্টর জানান দেয় মাটির তলায় বা পাথরের পিছনে ধাতব কিছু রয়েছে।
তখনই তা বার করার চেষ্টা করেন ওই ব্যক্তি। যদি মেলে গুপ্তধন! এই খোঁজেই একটি পাহাড়ি জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেখানেই পাথরের খাড়াই এক জায়গার নিচের দিকে আলগা পাথরের খণ্ডের কাছে পৌঁছে মেটাল ডিটেক্টর জানান দেয় এখানে কোনও ধাতব বস্তু রয়েছে।
তা তো দেখা যাচ্ছেনা! অগত্যা সেখানে পাথর সরিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় পাহাড়ের ওই পাথরের দেওয়ালের তলা থেকে তিনি বার করে আনেন একটি বাক্স। বাক্সটি দেখেই পরিস্কার যে সেটি বেশ প্রাচীন।
গুপ্তধন পাওয়ার আশাটা জাগ্রত হয় মনে। তিনি কৌতূহলের সঙ্গে বাক্সের ডালাটি খুলে ফেলেন। আর খুলে ফেলতেই চমক। বাক্সে প্রাচীন মুদ্রা রয়েছে ঠিকই, তবে তার ওপর বসে আছে তার রক্ষক একটি সাপ। যা বাক্সের ডালা খুলতেই সোজা আক্রমণ হানে।
যদিও ওই ব্যক্তি সাপের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন। কিছু পরে সাপটি সেখান থেকে চলেও যায়। এরপর তিনি বাক্স থেকে অনেক প্রাচীন মুদ্রা উদ্ধার করেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও হইচই ফেলে দেয়। অনেকে যেমন এই গুপ্তধনের সন্ধান পাওয়া নিয়ে চমকিত, তেমনই কেউ কেউ এ নিয়ে প্রশ্নও তুলেছেন।
একজন যেমন প্রশ্ন করেছেন যদি সেই বাক্স বহুকাল আগে পাথরের পিছনে চাপা দেওয়া হয়ে থাকে, তাহলে তার মধ্যে সাপটা এল কোথা থেকে? রাখার সময় সাপটিকে রেখে ঢোকালে সে সাপ নিশ্চয়ই এখনও জীবিত থাকবেনা! তবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছে।