পাকিস্তানকে সমর্থনের হাল কি হয় টের পাচ্ছে তুরস্ক, এখন কাকুতি মিনতির পথে হাঁটছে তারা
পাকিস্তানকে পহেলগামের ঘটনার পরও সমর্থন করেছে তুরস্ক। এবার তাদের ভুল বুঝতে পেরেছে তারা। ভারতের সামনে এখন কাকুতি মিনতি করছে তারা।

পহেলগামের ঘটনাকে সামনে রেখে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। পাকিস্তানের সঙ্গে তৈরি হয় সংঘর্ষের পরিস্থিতি। যেখানে পাকিস্তানকে সমর্থন করেছিল তুরস্ক। এবার সেই তুরস্কই কাকুতি মিনতি করছে ভারতের সামনে।
পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর ভারতের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। যা ভারতের মাটিও ছুঁতে পারেনি। তার আগে আকাশেই সেগুলিকে হেলায় ধ্বংস করে দেয় ভারত।
যে ড্রোন পাকিস্তান উড়িয়েছিল সেগুলির অনেকগুলিই ছিল তুরস্কের তৈরি। খোলাখুলি পাকিস্তানকে সমর্থনও করে তুরস্ক। তারপর কয়েকদিন কাটেনি। এখন তুরস্কের পর্যটন মন্ত্রক কার্যত ভারতীয় পর্যটকদের সামনে কাকুতি মিনতি শুরু করেছে।
তুরস্কে ভারতীয় পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা, এতটুকুও সমস্যা না হতে দেওয়া, সম্পূর্ণ সুরক্ষা সুনিশ্চিত করা, তুরস্কের হোটেল থেকে রেস্তোরাঁ, বেড়ানোর জায়গা থেকে দোকানপাট সর্বত্র ভারতীয় পর্যটকদের সুবিধার সব ব্যবস্থা তারা করবে বলেও নিশ্চিত করেছে।
আর এর কারণ হল পাকিস্তানের পাশে দাঁড়ানোর পর ভারতীয় পর্যটকরা তুরস্কে ঘুরতে যাওয়া বাতিল করছেন। যে সংস্থাগুলি তুরস্কে বেড়ানোর ব্যবস্থা করে সেই ভারতীয় পর্যটন সংস্থাগুলিও তুরস্কের ট্রিপ বাতিল করেছে।
সোশ্যাল মিডিয়াতেও তুরস্ক ও আজারবাইজান ছাড়া পৃথিবীর অন্যত্র যেতে বিভিন্ন মহল থেকে অনুরোধ করা হচ্ছে। ভারতীয় পর্যটকরা তুরস্কে বেড়াতে না যাওয়া মানে এক বিপুল অঙ্কের অর্থাগম বন্ধ হওয়া।
মোটা টাকা খরচ করে তুরস্কে ঘুরতে যান ভারতীয়রা। সেটাই এখন বন্ধ। পাকিস্তানকে সমর্থন করে এখন কীভাবে তাদের ভুল ঢাকবে বুঝে উঠতে পারছেনা তুরস্ক।
এমনকি কেউ কেউ তো তুরস্ককে পরামর্শ দিয়েছেন ভারতীয়দের না বলে তারা বরং পাকিস্তানের পর্যটকদের তুরস্কে আহ্বান জানাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা