Entertainment

বিয়ে করতে চলেছেন সুস্মিতা সেন, নিজেই জানালেন সুস্মিতার বিখ্যাত প্রেমিক

এমন একটা বিয়ে যে হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু হচ্ছে। নিজের আইবুড়ো তকমাও এবার মুছে ফলতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন।


সুস্মিতা সেন যে আদৌ বিয়ে করবেন সেটাই অনেকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে দিলেন তাঁর বর্তমান প্রেমিক। যাঁর নাম শুনলে অনেকেই হতবাক হয়ে যেতে পারেন।


সুস্মিতা সেনের সঙ্গে যে তাঁর প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে এটাই অনেকে বিশ্বাস করতে পারবেননা। কিন্তু তিনি নিজেই একগুচ্ছ ছবি পোস্ট করে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর প্রেমের কথা ফলাও করে জানিয়েছেন। এও জানিয়েছেন যে তাঁরা দ্রুত গাঁটছড়া বাঁধতে চলেছেন। আপাতত অবশ্য সম্পর্কটা ডেটিংয়েই সীমাবদ্ধ রয়েছে।


কে সেই প্রেমিক? প্রেমিকের নাম ললিত মোদী। যিনি আইপিএল নামক এই কোটি কোটি টাকার ক্রিকেট উৎসবের জন্ম দিয়েছিলেন। সেই প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সুস্মিতা সেন।

ললিত মোদী একগুচ্ছ ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি তাঁর পরিবারের সঙ্গে বেড়ানো সেরে লন্ডন ফিরেছেন। তাঁর বেটার হাফ সুস্মিতা সেনের সঙ্গে যে সেই বেড়ানোর দিনগুলো কেটেছে তাও জানিয়েছেন তিনি। ললিত এও জানিয়েছেন এটা তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।


এদিকে বেটার হাফ মানে তো স্ত্রী! তবে কি বিয়েটা হয়েই গিয়েছে? এমন প্রশ্ন উঠতে শুরু করে। দ্রুত বিষয়টিকে পরিস্কার করে দেন ললিত।


সোশ্যাল সাইটে ললিত জানান, বিয়েটা এখনও হয়নি। তবে তাঁরা ডেটিং করছেন। বিয়েটাও হয়ে যাবে। প্রসঙ্গত আর্থিক দুর্নীতি এবং কর ফাঁকির অভিযোগ সামনে আসার পর ২০১০ সাল থেকে ললিত মোদী দেশ ছাড়া। তিনি তারপর থেকে লন্ডনের বাসিন্দা হয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *