অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের রিও অলিম্পিকে অংশগ্রহণের আশায় জল ঢেলে দিল দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, দেশের হয়ে রিও অলিম্পিকে কুস্তির ৭৪ কেজি বিভাগে অংশ নেবেন নরসিংহ যাদব। সুশীল কুমার নন। যদিও সুশীলকে একজন অত্যন্ত প্রতিভাধর কুস্তিগির হিসাবে মেনে নিয়েছে আদালত। বিচারপতি জানান, সুশীল কুমার ভাল কুস্তিগির হলেও দেশের জন্য কোটা এনেছেন নরসিংহ যাদব। ফলে নিয়মমতো তাঁরই রিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার কথা। নরসিংহ ৭৪ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী। সেখানে অসুস্থতার কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি সুশীল কুমার। ভারতীয় কুস্তি ফেডারেশনের দাবি, সেক্ষেত্রে নরসিংহরই রিও যাওয়া উচিত। অন্যদিকে সুশীলের দাবি, তিনিই সেরা। প্রয়োজনে নরসিংহ ও তাঁর মধ্যে একটি প্রতিযোগিতা হোক। সেখানে যে জিতবে সেই অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবে। এই আর্জি নিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুশীল। কিন্তু এদিন সেই দাবি খারিজ করে আদালত জানিয়েছে, রিও অলিম্পিকের আগে কোনও প্রতিযোগিতা করাতে গেলে যে কেউ চোট পেতে পারেন। যা অলিম্পিকের আগে ঠিক নয়। তাই কোনও প্রতিযোগিতা নয়, যিনি দেশের জন্য কোটা এনেছেন তিনিই অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন। নিয়ম হল ৭৪ কেজি বিভাগে ভারত থেকে যে কোনও একজনই অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে পারেন।
Read Next
Sports
August 24, 2024
ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর
Sports
August 22, 2024
বিশ্বকে স্নুকার খেলা শিখিয়েছিল ভারত, সে এক আকর্ষণীয় কাহিনি
September 9, 2024
একদিকে ভয়, অন্যদিকে ভরসা, ২টি বিষয়ই জানালেন স্পিনের যাদুকর মুরলীধরণ
August 24, 2024
ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর
August 22, 2024
বিশ্বকে স্নুকার খেলা শিখিয়েছিল ভারত, সে এক আকর্ষণীয় কাহিনি
August 22, 2024
টেস্টে সর্বাধিক বল খেলা ক্রিকেটার ভারতেরই, কখনও শূন্য রানে আউট হননি
Related Articles
Leave a Reply