ফের পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল। বেশ কয়েকজন পুলিশকর্তার দায়িত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন জাভেদ শামিম। সূত্রের খবর, তাঁকে সরিয়ে সেখানে আনা হয়েছে জ্ঞানবন্ত সিংকে। বদল করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারের পদও। ব্যারাকপুর কমিশনারেটের সিপি নীরজ সিংকে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে তন্ময় রায়চৌধুরীকে। উত্তর ২৪ পরগনার এসপির দায়িত্ব তিনি সামলাচ্ছিলেনই। এবার বাড়তি দায়িত্ব পেলেন তিনি। দায়িত্ব বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ভারতী ঘোষেরও। পশ্চিম মেদিনীপুরের এসপির দায়িত্বে থাকা ভারতী ঘোষকে এবার সামলাতে হবে ঝাড়গ্রামের এসপির পদও। আসানসোলের সিপি সিদ্ধিনাথ গুপ্তাকেও সরিয়ে দিয়েছে নবান্ন। সিদ্ধিনাথের জায়গায় আসানসোলের সিপি হচ্ছেন লক্ষ্মীনারায়ণ মিনা। এছাড়া শিলিগুড়ির সিপি মনোজ ভর্মাকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে চেলিং সিমিক লেপচাকে।
Comments