Sports

প্রয়াত ‘ভিক্টর দ্যা টেরিবল’

Viktor Korchnoiমারা গেলেন প্রবাদ প্রতিম দাবাড়ু ভিক্টর করশনয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুখেই মৃত্যু হল এই বিখ্যাত দাবাড়ুর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দাবা বিশ্ব। ট্যুইট করে তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। দাবা বিশেষজ্ঞরা বলেন, করশনয়ের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সব সম্ভাবনা থাকলেও এটা দুর্ভাগ্যের যে তিনি কখনও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারেননি। ১৯৭৮ ও ১৯৮১, দুবার তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপে আনাতোলি কারপভের মুখোমুখি হন। কিন্তু দুবারই কারপভের কাছে হরতে হয় তাঁকে। এরপর আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বসা হয়নি তাঁর। ১৯৮২ সালে দাবা বিশ্বের এই নক্ষত্রকে হারিয়েই সকলকে চমকে দিয়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া। লন্ডনে লয়েডস ব্যাঙ্ক দাবার সেই জয় দিব্যেন্দু বড়ুয়াকে দাবা বিশ্বে পরিচিতি দিয়েছিল। ৮১ বছর বয়স পর্যন্ত দাবার বোর্ডে দাপিয়ে খেলে গেছেন করশনয়। মৃত্যকালে তাঁর এলো রেটিং ছিল ২৪৯৯। ভারতে এই মুহুর্তে যাঁরা প্রথম সারিতে চুটিয়ে দাবা খেলছেন তাঁদের মধ্যে মাত্র ২৬ জন এমন খেলোয়াড় রয়েছেন যাঁদের রেটিং ২৪৯৯-এর ওপরে। সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম। সোভিয়েত দাবার স্বর্ণযুগেই সে দেশের অন্যতম প্রতিভা হিসাবে দাবা বিশ্বকে চমকে দেন ভিক্টর। পরে সোভিয়েত ইউনিয়ন ছেড়ে চলে যান নেদারল্যান্ডসে। পরে সেখান থেকে চলে যান সুইৎজারল্যান্ডে। সেখানেই শেষ জীবন পর্যন্ত ছিলেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *