Kolkata

প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল সাংসদ সুলতান আহমেদের। রাজ্য রাজনীতির দীর্ঘকালের পরিচিত নাম। ২ বারের সাংসদ সুলতান আহমেদ এখন উলুবেড়িয়া থেকে তৃণমূল সাংসদ ছিলেন। এদিন বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে বেলভিউ নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। সুলতান আহমেদের প্রয়াণে শোক ব্যক্ত করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি জানান, দীর্ঘদিনের সহকর্মীকে হারালেন।

কেন্দ্রীয় প‌র্যটনমন্ত্রী হিসাবে কাজ করেছেন সুলতান আহমেদ। একসময়ে কংগ্রেসের দাপুটে ছাত্রনেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু। মৌলানা আজাদ কলেজের সেই প্রাক্তনী তৃণমূল কংগ্রেসের গঠন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন। ছিলেন ফুটবলপ্রেমীও। মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *