World

পরমাণু বোমা পরীক্ষা, আশপাশে তীব্র ভূমিকম্প, হাইড্রোজেন বোমা বলে দাবি পিয়ংইয়ংয়ের

থরথর করে কেঁপে উঠল দক্ষিণ কোরিয়ার একটা বড় অংশ। সিওলের দাবি, কম্পনের মাত্রা ছিল ৫.৭, তবে তা কোনও প্রাকৃতিক বিপর্যয় ছিল না। ছিল উত্তর কোরিয়ার অতি শক্তিশালী একটি পরমাণু বোমা‌র পরীক্ষা। যা আশপাশের এলাকায় ভূমিকম্প করে ছাড়ল। পিয়ংইয়ং অবশ্য বীরদর্পে জানিয়েছে ওই বোমাটি হাইড্রোজেন বোমা ছিল। যা তারা আইসিবিএম-এর সাহায্যে প্রয়োজনে ছুঁড়বে।

কিমের দেশের এই ভয়ংকর পরীক্ষার সমালোচনা করেছে প্রায় সব দেশ। যদিও তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে কিনা তার সত্যতা নিয়ে এখনও ধন্ধে গোটা বিশ্ব। যে চিন উত্তর কোরিয়ার কার্যকলাপে তেমন প্রতিক্রিয়া ব্যক্ত করে না, সেই চিনও এদিন কিমের এহেন পরীক্ষার সমালোচনা করেছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

স্থানীয় সময় বেলা ১২টায় হ্যামইয়ং প্রদেশের কাছে পরীক্ষাটি করা হয়। যা সফল বলেও দাবি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এহেন কার্যকলাপের নিন্দা করেছে ভারত সহ জাপান, দক্ষিণ কোরিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একধাপ এগিয়ে এদিন পরিস্কার জানিয়েছেন, উত্তর কোরিয়াকে বুঝিয়ে কোনও লাভ নেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *