Business

২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করছে রিজার্ভ ব্যাঙ্ক? এসবিআইয়ের রিপোর্টে বাড়ল ধন্ধ

পুরনো ১০০০ ও ৫০০ নোট বাতিলের পর দেশে বড় অঙ্কের নোট সমস্যা চরম আকার নেয়। তখন ২০০০ টাকার নোট ও ৫০০ টাকার নোট ছাপিয়ে অবস্থা সামাল দেয় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু বছর ঘুরতেই সেই নতুন আসা ২০০০ টাকার নোট ছাপায় কি টান পড়েছে? সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এসবিআইয়ের যে রিপোর্ট সামনে এসেছে তাতে কিন্তু তেমনই ইঙ্গিত রয়েছে।

লোকসভাতেও এসবিআই এই রিপোর্ট পেশ করেছে। যাতে তারা হিসাব করে দেখিয়েছে গত ৮ ডিসেম্বরের আরবিআই রিপোর্ট অনুযায়ী তারা ৫০০ ও ২০০০ টাকার নোট মিলিয়ে ছেপেছে ১৫ হাজার ৭৮৭ বিলিয়ন টাকা। কিন্তু বাজারে রয়েছে ১৩ হাজার ৩২৪ বিলিয়ন টাকার ৫০০ ও ২০০০ টাকার নোট। তাহলে মাঝের ২ হাজার ৪৬৩ বিলিয়ন টাকার নোট কোথায় গেল? এ প্রশ্ন তুলে এসবিআই নিজেদের ধারণা হিসাবে জানিয়েছে, হয় এই নোট আরবিআই ছেপেছে কিন্তু বাজারে ছাড়েনি। অথবা এই মূল্যের নিচু অঙ্কের নোট বাজারে ছেড়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

নোট বাতিলের পর দেখা গিয়েছিল ২০০০ নয় তার চেয়ে নিচু অঙ্কের নোটের চাহিদাই বাজারে বেশি ছিল। ফলে সেসময়ে ২০০০ টাকার নোট ছাপা কমিয়ে ৫০০ টাকার নোট ছাপায় জোর দেয় আরবিআই। এবার কী তবে ২০০০ টাকার নোটই ছাপা বন্ধ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। নাকি অনেকটাই কমিয়ে ফেলতে চলেছে ২০০০ টাকার নোট ছাপানো? অর্থনীতির বিশেষজ্ঞেরাই এই প্রশ্ন তুলতে শুরু করছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *