Entertainment

ঘরোয়া অনুষ্ঠানে মিথিলাকে বিয়ে করলেন সৃজিত মুখোপাধ্যায়

একদম ঘরোয়া অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী, মডেল তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত শুক্রবার তাঁর ফ্ল্যাটেই বিয়েটি সম্পূর্ণ হয়। দক্ষিণ কলকাতার ওই ফ্ল্যাটে মাত্র কয়েকজন অতিথিকে নিয়েই বিয়ের মত জীবনের একটা অন্যতম পর্ব সারেন মিথিলা ও সৃজিত। উপস্থিতি ছিলেন যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষের মত বাংলা সিনেমা জগতের কয়েকজন।

বিয়ের সাজ মানে একদম চেনা গণ্ডীর বাইরে বেরিয়ে দুজনের পোশাকেও ছিল বৈচিত্র্য। মিথিলা পরেছিলেন লাল রঙের জামদানি শাড়ি। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় পরেছিলেন কালো কুর্তার ওপর একটি লাল জহর কোট। বিয়ের পর অবশ্য বিয়ে নিয়ে কিছু জানাননি সৃজিত বা মিথিলা। অবশ্যই বাংলা সিনেমা জগতের একটা বড় নাম সৃজিত মুখোপাধ্যায়। তাঁর বিয়েতে যেমন বিশাল জাঁকজমক হতে পারত তার ধারেকাছেও গেলনা এদিনের ঘরোয়া অনুষ্ঠান।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার প্রেম পর্ব নিয়ে অবশ্য অনেকদিন ধরেই আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল সৃজিত মুখোপাধ্যায় নাকি মিথিলাকেই জীবনসঙ্গী করতে চাইছেন। আর এ বিষয়ে তিনি সিরিয়াস। এমনও শোনা যাচ্ছিল বিয়ে করছেন দুজনে। কিন্তু বিয়েটা আনুষ্ঠানিকভাবে হয়ে উঠছিল না। কবে তাঁদের বিয়ে, তা নিয়েও নানা গল্প ছড়াচ্ছিল। অবশেষে সব জল্পনায় জল ঢেলে ঘর বাঁধলেন সৃজিত ও মিথিলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *