Entertainment

এক অভিনেতার দিকে আঙুল তুলে সরব সোনু নিগম

এক স্বনামধন্য অভিনেতার দিকে আঙুল তুললেন গায়ক সোনু নিগম। সোনুর দাবি, তিনিও বলিউডের স্বজনপোষণের শিকার।

মুম্বই : সুশান্ত সিং রাজপুত যে রাস্তা বেছে নিয়েছেন এমন হতেই পারে যে কদিনের মধ্যে এমন রাস্তা সঙ্গীত জগতের কেউ বেছে নিলেন। এমনটা শুনতেই পাওয়া যেতে পারে। সে তিনি গায়ক হতে পারেন, সুরকার হতে পারেন বা গীতিকার হতে পারেন। এমনই বিস্ফোরক দাবি তুললেন বলিউডের পরিচিত গায়ক সোনু নিগম। সোনুর দাবি, এক অভিনেতা রয়েছেন সুশান্তের মৃত্যুর পর যাঁর দিকে অনেকে আঙুল তুলছেন, সেই অভিনেতার স্বজনপোষণ ও ক্ষমতার খেলার শিকার হয়েছেন তিনিও। তাঁকে গান গাইতেই দেওয়া হত না। ওই অভিনেতারই শিকার হয়েছেন অরিজিৎ সিংও। সব বললেও অভিনেতার নাম বলতে চাননি সোনু।

সোনুর দাবি, বলিউডে তিনি ১৯৮৯ সাল থেকে কাজ করছেন। তাঁকে ডেকে গান গাইয়ে সেই গানই আরও বিভিন্ন জনকে দিয়ে গাওয়ানো হয়েছে। তাঁর গান ডাব করা হয়েছে। তাঁকে গান গাইতে দেওয়া হয়নি। বলিউডে গানের জগতকে ২ জন মাত্র নিয়ন্ত্রণ করছেন। তাঁরাই স্থির করেন কে প্রতিষ্ঠিত গায়ক বা গায়িকা হবেন আর কে হবেন না। তিনি নিজে যদি এতদিন ধরে বলিউডে থেকে এসবের শিকার হন তাহলে নতুন যাঁরা এই দুনিয়ায় পা রাখছেন তাঁদের কী হবে!

সোনু আরও বলেন, গানের জগতকে মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে। সকলের ভাগ্য নির্ধারণ করছেন কয়েকজন। সোনু দাবি করেছেন তিনি নতুন গাইতে আসা তরুণ প্রতিভাদের চোখে মুখে সেই হতাশা দেখেছেন। তিনি অনুরোধের সুরেই বলেছেন, দয়া করে যেন নতুনদের সঙ্গে এমন করা না হয়। সুশান্তের মৃত্যু বলিউডে একটা ঝড় তুলেছে। অনেকেই জমানো বেদনা এখন খোলাখুলি বলছেন। ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই তালিকায় যুক্ত হল সনু নিগমের নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *