Kolkata

বিমান, সীতারামের সামনেই ক্ষোভ উগরে দিলেন সোমনাথপুত্র


দল থেকে বহিষ্কারের ক্ষোভটা সোমনাথ চট্টোপাধ্যায়কে যন্ত্রণা দিয়েছে। কিন্তু তার চেয়েও বোধহয় বেশি যন্ত্রণা দিয়েছিল তাঁর পরিবারকে। বাবার সেই কষ্টটা হয়তো আজও ভুলতে পারেননি তাঁর ছেলে, মেয়ে। ভুলতে পারেননি তাঁর সহধর্মিণী। আর সেই ক্ষোভ এদিন সিপিএম নেতাদের দেখার পর আরও বেশি জ্বলে উঠেছিল। একদিন যে দল তাঁর বাবাকে বহিষ্কার করেছিল, সেই দলের প্রতিনিধিরা এদিন একে একে শ্রদ্ধা জানাতে আসছেন, এটা বোধহয় সোমনাথবাবুর ছেলে মেনে নিতে পারেননি।


এদিন রাজা বসন্ত রায় রোডে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বিমান বসু। সিপিএম নেতাদের আসা যে তিনি ভাল চোখে নিচ্ছেন না তা বেশ স্পষ্ট ভাষায় তখনই জানিয়ে দিয়েছিলেন সদ্য পিতৃহারা মানুষটি। এরপর সীতারাম ইয়েচুরি আসার পর ফের তাঁর সামনেই ক্ষোভ উগরে তিনি জানিয়ে দেন তাঁদের আসাটা ভালভাবে নিচ্ছেননা তিনি। কেন তাঁরা এসেছেন এ প্রশ্নেরও সম্মুখীন হতে হয় বাম নেতাদের। অবশ্য সকলের সামনেই সেই ক্ষোভের অস্বস্তি কাটিয়ে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্য সিপিএম নেতারা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *