Entertainment

অবশেষে নিজের চেহারা বদলের কথা স্বীকার করলেন শ্রুতি হাসান

তাঁর মুখ। তাঁর চেহারা। তাঁর শরীর। তা নিয়ে কী করবেন তা তাঁর নিতান্তই একান্ত সিদ্ধান্ত। আর তিনি যে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তা জানাতে তাঁর বিন্দুমাত্র সমস্যা নেই। লজ্জা নেই। তিনি নিজের মত করে বাঁচতে চান। কারণ একজনের সবচেয়ে বড় প্রেমের সম্পর্কটা হয় তার নিজের সঙ্গে। আর সেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এভাবেই এবার মুখ খুললেন দক্ষিণী সিনেমার অন্যতম সুন্দরী নায়িকা তথা সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান।

শ্রুতিকে নিয়ে নানা সময়ে নানা কথা বলেছেন নেটিজেনরা। কখনও তাঁকে রোগা বলে কটাক্ষ করা হয়েছে। কখনও তাঁর চেহারা বদল নিয়ে কথা বলা হয়েছে। শ্রুতির দাবি, তিনি এগুলো এড়িয়ে যেতেন। কিন্তু এবার তিনি মুখ খুললেন। এমনিতেই শ্রুতি হাসান একটা প্রবল মানসিক চাপের মধ্যে কাটাচ্ছিলেন। ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিলেন। সেকথা নিজেই স্বীকার করেছিলেন।

অবসাদ ও মদ্যপানের সঙ্গে তিনি টানা লড়াই চালিয়েছেন। নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা তিনি চালিয়ে গেছেন বলেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্রুতি। একটা ১ বছরের ব্রেকও নিয়েছিলেন তিনি। যাতে নিজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। প্রসঙ্গত সামনেই ২টি সিনেমায় দেখা যাবে শ্রুতি হাসানকে। ২টিই দক্ষিণী সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published.