National

স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম পড়বে এ বছর

স্বাভাবিকের চেয়ে বেশি গরমে পুড়তে হতে পারে এবারের গ্রীষ্মে। তেমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। মার্চ, এপ্রিল ও মে, এই ৩ মাস প্রবল গরম পড়তে চলেছে বলেই জানানো হয়েছে। আর তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। অত্যধিক গরম অবশ্য পড়তে চলেছে পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ ভারতের কিছুটা অংশে। এছাড়া উত্তর ভারতেও তাপমাত্রা ১ ডিগ্রির মত বেশি থাকবে। বাদ থাকছে না অরুণাচল প্রদেশের মত পূর্বের রাজ্যও। পশ্চিমবঙ্গেও এবার কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গেও পারদ চড়া থাকবে। যেহেতু পশ্চিমবঙ্গ তাপপ্রবাহ প্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে, তাই এখানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিল্লি, চণ্ডীগড়ের মত জায়গাও চড়া গরমে পুড়বে বলেই পূর্বাভাস। তপ্ত গ্রীষ্মই পেতে চলেছে গোটা উত্তর ও পশ্চিম ভারত। একদম রাজস্থান, গুজরাট থেকে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে প্রবল গরম পড়তে চলেছে এবছর বলেই পূর্বাভাস।

হিমাচল প্রদেশও এবার গরমের হাত থেকে রেহাই পাবেনা। হিমাচলেও স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকবে। গরম থাকবে জম্মু ও কাশ্মীরেও। সামনেই মার্চ মাস শুরু হচ্ছে। তারপর আগামী ৩ মাস টানা অসহ্য গরমই কী তবে নিত্য সঙ্গী হতে চলেছে সকলের? এ প্রশ্ন প্রতিবারই থাকে সাধারণ মানুষের। যার উত্তর কিন্তু আবহাওয়া দফতর দিয়ে দিল। আর যা পূর্বাভাস দিল তা আমজনতার কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *