Entertainment

শাহরুখ খানকে জড়িয়ে ধরে চুমু, রেগে আগুন অনেকেই

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক মহিলা ভক্ত। যাতে শাহরুখকে হাসিমুখে দেখা গেলেও ইন্টারনেট কিন্তু রেগে আগুন।


পাঠান-এর সাফল্যের পর এখন শাহরুখ খান নতুন করে ভক্তদের কাছাকাছি আসছেন। সেভাবেই তিনি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে প্রবেশের পর মোহময় আলোয় ভরা ঝলমলে অনুষ্ঠানে অনেকেই শাহরুখকে ছেঁকে ধরেন।


শাহরুখ খান এসেছেন, ফলে তাঁকে ঘিরে ধরাটা খুব অস্বাভাবিকও নয়। সেখানেই এক ব্যক্তি এগিয়ে এসে শাহরুখের হাতে চুম্বন করেন। তারপর জড়িয়ে ধরেন বলিউড কিংকে।


এটা ওই দেশের অভিবাদনের একটি আদব হতেই পারে। কিন্তু ওই ব্যক্তি সরে যেতেই এক যুবতী এগিয়ে আসেন শাহরুখের কাছে। তারপর কিছু বুঝে ওঠার আগেই তিনি শাহরুখের গলা জড়িয়ে ধরে তাঁর গালে চুমু খান।

চুমু খেয়ে সরে আসার সময় ওই মহিলার হাসি দেখে মনে হয় যেন তিনি কোনও এক অসাধ্য সাধন করে দেখালেন। অথবা যেন চ্যালেঞ্জ জিতে নিলেন।


এমন এক পরিস্থিতিতেও নিজের মুখের হাসি মিলিয়ে যেতে দেননি শাহরুখ। কোনও বিরক্তিও প্রকাশ করেননি। বরং তারপরেও অনেকের সেলফির আবদার মেটান তিনি।


শাহরুখ বিষয়টি নিয়ে মুখও খোলেননি। কিন্তু ইন্টারনেটে এই ছবি ছড়িয়ে পড়তেই রেগে আগুন নেটিজেনরা। তাঁরা বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারেননি।


তাঁদের বক্তব্য নারী পুরুষ নির্বিশেষে এভাবে কারও ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে তাঁকে চুম্বন করার আগে অন্তত একবার তাঁর অনুমতি নেওয়া জরুরি। আচমকা এভাবে শাহরুখ খানকে চুম্বন করা একেবারেই মেনে নেওয়া যায়না। একজন তো এতটাই রেগে যান যে তিনি ওই মহিলাকে সোজা জেলে পুরে দেওয়ার দাবি তোলেন।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *