Entertainment

যীশু সেনগুপ্ত এবার আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও পূজা ভাটের সঙ্গে এক সিনেমায়

২০ বছর পর ফের পরিচালকের আসনে মহেশ ভাট। নিজের তৈরি সিনেমা ‘সড়ক’ এর সিকুয়েল বানাচ্ছেন তিনি। ১৯৯১ সালে সড়ক ছিল সুপার হিট সিনেমা। এখন বানাচ্ছেন ‘সড়ক ২’। যে সিনেমায় রয়েছেন তাঁর ২ মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাট। আছেন সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর। বলিউডের এমন একটি বড় ব্যানারের তারকাখচিত সিনেমায় মহেশ ভাটের মত পরিচালকের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেলেন বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। সড়ক ২-তে তাঁকে নিয়েছেন মহেশ। আর সেকথা জানিয়েছেন তাঁর মেয়ে পূজা ভাট।

যীশু সেনগুপ্ত ছাড়াও এক বাঙালি অভিনেত্রী জায়গা পেয়েছেন এই সিনেমায়। তিনি প্রিয়াঙ্কা বোস। যদিও প্রিয়াঙ্কার জন্ম ও বড় হওয়া সবই দিল্লিতে। তবে অভিনয় জগতে বড় নাম প্রিয়াঙ্কা। এছাড়াও এই সিনেমায় জায়গা পেয়েছেন অক্ষয় আনন্দ। যীশু সেনগুপ্ত, প্রিয়াঙ্কা বোস ও অক্ষয় আনন্দের নাম চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন পূজা ভাট নিজেই। তাছাড়া যীশু সেনগুপ্তের মত অভিনেতার সঙ্গে অভিনয় করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন পূজা।

১৯৯১ সালে সড়ক সিনেমায় অভিনয় করেছিলেন মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট। তাঁর বিপরীতে ছিলেন সঞ্জয় দত্ত। সেই জুটি এবারও থাকছে। এবার নায়িকার চরিত্রে জায়গা পেয়েছেন মহেশ ভাটের দ্বিতীয়পক্ষের মেয়ে আলিয়া ভাট। সড়ক নব্বইয়ের দশকের শুরুতে পর্দা কাঁপিয়ে দিয়েছিল। সড়ক ২ সেই প্রত্যাশা নিয়েই আসতে চলেছে। ইতিমধ্যেই সড়ক ২-এর শ্যুটিং চলছে জোরকদমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button