World

করোনা সংক্রমণের শিকার রাশিয়ার প্রধানমন্ত্রী

সাধারণ মানুষ তো আছেনই, এমনকি করোনার করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছেন না রাজপরিবারের সদস্য থেকে রাষ্ট্রপ্রধানরা।

ব্রিটেনের রাজপরিবারে পাওয়া গিয়েছে করোনা পজিটিভ। ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা সংক্রমিত হয়ে হাসপাতালের আইসিইউ-তে পৌঁছে গিয়েছিলেন। স্পেনের যুবরানির মৃত্যু হয়েছে করোনায়। এবার রাশিয়ার প্রধানমন্ত্রীর দেহেও মিলল করোনার অস্তিত্ব। তিনি নিজেই দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে সেকথা জানিয়েছেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাসতিন যখন পুতিনকে তাঁর করোনার রিপোর্ট জানাচ্ছিলেন সেই সময়ের কথোপকথন সম্প্রচার করে রাশিয়ার একটি সংবাদমাধ্যম। মিখাইল এটাও পুতিনকে জানান যেহেতু তিনি করোনা পজিটিভ তাই তিনি আইসোলেশনে যাচ্ছেন। তাই তাঁর দায়িত্ব সামলানোর ভার সাময়িকভাবে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ-এর হাতে যেন তুলে দেওয়া হয়। যাতে রাজিও হয়ে যান পুতিন। প্রসঙ্গত মিখাইল গত জানুয়ারিতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কোভিড-১৯-এর ছড়িয়ে পড়া রুখতে রাশিয়ায় সামনের সারিতে থেকে লড়াই চালাচ্ছিলেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ইউরোপে করোনা সংক্রমণের নিরিখে ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেনের নাম সবচেয়ে বেশি করে উঠে আসছে। কারণ এখানে ভয়ংকরভাবে থাবা বসিয়েছে করোনা। কিন্তু তার মানে এই নয় যে অন্য দেশগুলি খুব সুরক্ষিত রয়েছে। ইউরোপের প্রতিটি রাষ্ট্রেই করোনা ছড়িয়েছে। কোথাও কম কোথাও বেশি। রাশিয়ায় প্রথম দিকে করোনার গ্রাস তেমন না থাকলেও ক্রমে রাশিয়ায় করোনা সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩ জনের। আক্রান্ত লক্ষাধিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *