World

পৃথিবীর একমাত্র গ্রাম যেখানে দিনে ২ বার সূর্য ওঠে

১ দিনে ২ বার ওঠে সূর্য। কিন্তু সূর্য তো পৃথিবীর সর্বত্রই একদিনে একবারই পূব আকাশ আলো করে ওঠে। কেবল একটি গ্রাম ছাড়া।

পৃথিবীর যেখানেই যাওয়া যাক না কেন সেখানে সূর্য ওঠেও একবার, ডোবেও একবার। সূর্যের উদয় ও অস্তের এই চিরাচরিত নিয়ম বদলায় না। কোথাও যদি সূর্যোদয় খুব সুন্দর হয়, তাহলে সঠিক সময়ে না পৌঁছলে সেখানে থেকে সেদিন আর সূর্যোদয়ের রূপ উপভোগ সম্ভব হয়না।

কিন্তু পৃথিবীতে আশ্চর্যের শেষ নেই। তেমনই এক আশ্চর্য হল একটি গ্রাম। যেখানে ১ বার নয়, ২ বার সূর্য ওঠে। এই আশ্চর্য কাণ্ডটি ঘটে কীভাবে?

গ্রামটি একটি সরু উপত্যকায় অবস্থিত। যার সামনে রয়েছে একটি সুউচ্চ স্তূপ পর্বত। যা লাইম স্টোন দিয়ে তৈরি। ভোরে এই গ্রামে কীভাবে এবং কতটা সূর্যের আলো এসে পড়বে তা নির্ভর করে এই পর্বতটির ওপর।

প্রতিদিন এই গ্রামে পূর্ব আকাশ আলো করে সূর্য ওঠে। গ্রামের মানুষ সেই সূর্যোদয় দেখতে পান। কিন্তু খাড়াই লাইম স্টোন পাহাড়ের পিছনে অল্প সময়ের মধ্যেই হারিয়ে যায় সেই উদয় হওয়া সূর্য। ফলে গ্রামে একটা ছায়া তৈরি হয়। মনে হয় যে খুব ভোর। সূর্য এখনও উদয় হয়নি।

বেশ কয়েক মিনিট এমনভাবে কাটার পর ফের সেই পাহাড়ের উপর থেকে সূর্যোদয় হয়। এই দ্বিতীয়বারে ওঠা সূর্য সারাদিন আলো দেয়। গ্রীষ্মকালে এই ২ বার সূর্য ওঠার ঘটনা খুব পরিস্কারভাবে বুঝতে পারা যায়।

গ্রামটি রোমানিয়ায় অবস্থিত। রিমেটি নামে এই গ্রামটি তাই অচিরেই একটি পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। একদিনে ২ বার সূর্য ওঠা দেখতে অনেকেই হাজির হন এই গ্রামে। বিভিন্ন পর্যটনস্থলে একবার সূর্যোদয় দেখতে ভিড় জমান সকলে। পৃথিবীর এই একটিমাত্র গ্রামে ২ বার সূর্য ওঠা দেখতে পর্যটকদের ভিড় জমে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *