Lifestyle

বিয়ের দিন কনেকে গোপনে উঠিয়ে নিয়ে যাওয়া এখানে এক প্রথা

বিয়ের দিন কনেকে তুলে নিয়ে চলে যান কয়েকজন। তবে সেখানেই শেষ নয়। বিয়েটা হয় এক শর্ত মেনে। শর্ত মানলে ফেরত আসে কনে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়েকে কেন্দ্র করে নানা প্রথা চালু রয়েছে। অনেক নিয়ম রয়েছে। যার অনেকগুলি বিয়েতে মজার ছলেও হয়ে থাকে। তবে বিশ্বে এমনও কিছু প্রথা অনেক গোষ্ঠীর মধ্যে চালু আছে যা শুনে অনেকেই চমকে যেতে পারেন। যেমন কনেকে অপহরণ করা।

বিয়ের দিন কয়েকজন যুবক কনেকে অপহরণ করে নিয়ে যান। কনেকে তুলে নিয়ে যাওয়ার পর এবার কনেকে ছাড়ার জন্য একটা মোটা টাকা চাওয়া হয় বরের কাছে।


সেই টাকা নিয়ে বরকে হাজির হতে হয় অপহরণকারী যুবকদের বলে দেওয়া জায়গায়। সেখানে তাঁদের হাতে টাকা তুলে দিলে তবেই কনেকে ফেরত পান বর। এরপর ধুমধাম করে বিয়ে হয়। সাধারণত আমন্ত্রিতদের মধ্যে থেকেই কয়েকজন যুবক অপহরণকারী হয়ে ওঠেন কিছুক্ষণের জন্য।

ভারতে বিয়ের সময় বরের জুতো চুরি করে রেখে দেওয়া বা কনেকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে না দেওয়ার মত নানা প্রথা রয়েছে। সেখানেও বরকে চাহিদামত টাকা দিতে হয়।


এগুলো করে থাকেন শ্যালক বা শ্যালিকারা। অনেক সময় সেই দলে ঢুকে পড়েন পরিবারের অন্য মহিলারাও। এগুলো নিছকই মজার প্রথা। যা বিয়েকে আরও আনন্দময় করে তোলে।

রোমানিয়ায় কনেকে অপহরণের প্রথাও সেরকমই। বরের কাছ থেকে টাকা চাওয়ার জন্য মজা করেই হয় অপহরণ। রোমানিয়ার কয়েকটি জনজাতির মধ্যে এই প্রথা এখনও বেঁচে আছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button