Entertainment

মাত্র ২টি রংয়ের লিপস্টিক ছাড়া রেখাকে কোনও অনুষ্ঠানে দেখা যায়নি

অভিনেত্রী হিসাবে রেখা এমন একটা নাম যা চিরদিন এ দেশের সিনেমার ইতিহাসে থেকে যাবে। সেই রেখাকে মাত্র ২টি রংয়ের লিপস্টিকেই আজ পর্যন্ত সব অনুষ্ঠানে দেখা গেছে।


বলিউড তারকা রেখা সিনেমা জগতের এক মাইলস্টোন নাম। যাঁর নাম চিরদিন বলিউডের ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে। একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। নানা চরিত্রে তাঁকে পর্দায় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।


শুধু নায়িকাই নয়, যে কোনও চরিত্রে নিজেকে অবলীলায় মানিয়ে নিতে অভ্যস্ত এই অভিনেত্রী। তাঁর রূপের ছটা আজও চর্চার বিষয়। রেখাকে আজও দেখে নাকি তাঁর বয়স বোঝা যায়না। এমনই তাঁর রূপ।


সেই রেখা আবার বিখ্যাত তাঁর শাড়ির সংগ্রহের জন্য। যখনই তিনি সিনেমার পর্দার বাইরে কোনও অনুষ্ঠানে এসেছেন। তাঁর ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে, তখনই তাঁর শাড়ি নিয়ে আলোচনা হয়েছে মহিলা মহলে। শাড়ির অগাধ সংগ্রহের মধ্যেও একটি বিষয়ে কিন্তু রেখা ভীষণই সচেতন। সেটা হল তাঁর লিপস্টিক।

চড়া রংয়ের লিপস্টিক পরা রেখার নিজস্ব পরিচিতির অঙ্গ। তবে লিপস্টিকের রং যতই কড়া হোক না কেন তাঁর ঠোঁট কিন্তু মাত্র ২টি রংয়ের লিপস্টিকেই সেজেছে চিরকাল। ওই ২টি মাত্র রংয়ের বাইরে রেখাকে দেখা যায়নি সিনেমার পর্দার বাইরে।


এই ২টি রং হল লাল এবং খয়েরি। টকটকে লাল অথবা কালচে খয়েরি রংয়ের লিপস্টিকেই চিরকাল মানুষের সামনে এসেছেন রেখা। সামনে এসেছেন ক্যামেরার।


তাই লিপস্টিকের ব্যাপারে রেখা ভীষণই খুঁতখুঁতে বলেই মনে করেন সকলে। এক সফল বলি অভিনেত্রী হয়েও তিনি মাত্র ২টি রংয়ের বাইরে কোনও লিপস্টিকে সাজলেন না।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *