SciTech

সৃষ্টি হল নতুন গাছ, তাতে ফুটল নতুন ফুল

এমন গাছ এর আগে কখনও দেখা যায়নি। সে গাছে ফুলও এসেছে। কিন্তু নতুন গাছের তো নাম দিতে হবে। নাম হল দীনবন্ধুয়ানা।

পৃথিবীতে লক্ষ লক্ষ রকমের গাছ রয়েছে। হয়তো নতুন কোনও গাছের জন্মও হচ্ছে। যেমনটা হয়েছে মণিপুরে। সেখানে এমন একটি গাছ হয়েছে যা এর আগে এ পৃথিবীর বুকে জন্মায়নি। এর আবার উৎস খুঁজতে গেলে পৌঁছে যেতে হবে জাপানে।

জাপানের জাতীয় ফুল হল চেরিব্লসম। এই চেরিব্লসম ফুলে ভরে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি। সেসব রাজ্যের একটি মণিপুর। সেখানে চেরিব্লসম-এরই এক নয়া গাছের সন্ধান মিলেছে। যে গাছ বড় হয়ে এখন ফুলে ভরেছে। তবে এই নতুন গাছের জন্মের পিছনে রয়েছে অন্য রহস্য।


মণিপুরের নতুন গাছটি এক বিজ্ঞানীর নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছে। ওই বিজ্ঞানীর নাম দীনবন্ধু সাহু। তাই তাঁর নামেই গাছটির নামকরণ হয়েছে। গাছটির নাম দেওয়া হয়েছে প্রুনাস দীনবন্ধুয়ানা।

ভারতে কিন্তু চেরিব্লসম ফুল পাওয়া যেত না। তবে এখন চেরিব্লসমের মানচিত্রে ভারত ঢুকে পড়েছে। ভারত বিশ্বের ২৮ তম দেশ যেখানে চেরিব্লসম পাওয়া যায়। আর তা সম্ভব হয়েছে দীনবন্ধু সাহুর নিরলস পরিশ্রমে। তাঁর প্রচেষ্টায় উত্তরপূর্ব ভারতের ২ রাজ্য বাদ দিলে অন্য সব রাজ্যে এখন চেরিব্লসমের গাছ পাওয়া যায়।


একমাত্র অসম ও ত্রিপুরায় এই গাছ পাওয়া যায়না। সেই গাছের আবার এক নয়া ধরনও এবার উপহার দিলেন দীনবন্ধু সাহু। যার নামও হল তাঁর নামেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button