Entertainment

মধুবালা সেজে ইন্টারনেটে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সুন্দরী নায়িকাদের নাম বলতে গেলে প্রথমেই হয়তো অনেকে বলে ফেলবেন মধুবালা। প্রবীণরাই নন, আধুনিক প্রজন্মেরও অনেকেই কিন্তু সাদা কালো যুগের মধুবালার রূপে মুগ্ধ। সেই সুন্দরী মধুবালার অভিনয় ধরণকে নকল করে তাঁর সিনেমার গানগুলিতে ঠোঁট মিলিয়ে আপাতত ইন্টারনেটে ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা। তবে এ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া নন, প্রিয়াঙ্কা খান্ডওয়াল। কিন্তু টিক-টক থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি এখন অতি জনপ্রিয় মুখ। তাও রাতারাতি।

মধুবালার সিনেমায় চিত্রায়িত গানগুলির মধ্যে ‘হাল ক্যায়সা হ্যায় জনাব কা’, ‘আচ্ছা জি ম্যায় হারি চলো মান যাও না’, ‘দেখনে মে ভোলা হ্যায়’-এর মত কিছু গান সুপারহিট হয়। এখনও সেসব গান নতুন মনে হয়। সেসব গানেই লিপ সিঙ্ক করেছেন প্রিয়াঙ্কা। টিকটক ভিডিওতে তা ছড়ানোর পরই তা হুহু করে ছড়াতে থাকে। এছাড়াও প্রিয়াঙ্কা ট্যুইটার ও ইন্সটাগ্রামে এই ভিডিও আপলোড করে দেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রিয়াঙ্কার এই মধুবালা রূপ ইতিমধ্যেই তাঁকে নতুন নাম দিয়েছে। তাঁকে এখন নেটিজেনরা ডাকছেন ‘টিকটক কি মধুবালা’ নামে। অনেকেই মধুবালার মত চোখ প্রিয়াঙ্কার বলে জানিয়েছেন। কেউ বলেছেন নতুন যুগের মধুবালা। কেউ আবার বলেছেন, প্রিয়াঙ্কার অভিনয় দেখে মনে হচ্ছে সেই পুরনো যুগে ফিরে গেছেন। কেউ লিখেছেন মধুবালার নতুন জন্ম হল। এমনই হাজারো প্রশংসায় এখন হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *