World

মিশরের চেয়েও পুরনো পিরামিডের খোঁজ মিলল, পাওয়া গেল অন্য মহাদেশে

পিরামিড বললেই যে দেশটার ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটা মিশর। কিন্তু এবার প্রাগৈতিহাসিক যুগের ২টি পিরামিডের দেখা মিলল একদম অন্য মহাদেশে।

পিরামিড আর মিশর প্রায় একসঙ্গে উচ্চারিত হয়। মিশর ছাড়া সুদানে কিছু পিরামিড দেখতে পাওয়া যায়। তবে সেগুলি খুব ছোট হয়। পিরামিড বলতে যে বৃহৎ অবাক করা স্থাপত্য চোখের সামনে ভেসে ওঠে তা ওই মিশরেই পাওয়া যায়।

কিন্তু মিশরের চেয়েও আগে পিরামিড তৈরি হত বলেই প্রমাণ মিলেছে। আর তা আফ্রিকায় নয় পাওয়া গেল অন্য মহাদেশে। ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডে এবার পাওয়া গেল ২টি পিরামিড।

প্রত্নতাত্ত্বিকরা এই ২টি পিরামিডের বয়স অনুমান করছেন কমপক্ষে সাড়ে ৫ হাজার বছর। যা প্রাগৈতিহাসিক সময়ের বলেও দাবি করেছেন তাঁরা। পোল্যান্ডের উইলকোপোলস্কা এলাকার উইসকোক গ্রামে ২টি এমন পিরামিডের মত সমাধি পাওয়া গিয়েছে।

খননকার্য চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সময়ই এই ২টি সমাধির খোঁজ মেলে। সদ্য পাওয়া এই ২টি পিরামিডকে পোলিশ পিরামিড বলে ব্যাখ্যা করছেন প্রত্নতাত্ত্বিকরা।

মাটি খুঁড়ে যা পাওয়া গিয়েছে তা দেখে বেশ অবাকও বিশেষজ্ঞেরা। কারণ এই পিরামিড ২টি তৈরি করতে অতি বিশাল সব পাথর ব্যবহার করা হয়েছে। এমনও পাথর রয়েছে যার ওজন ১০ টনের ওপর।

২২০ মিটার চওড়া এবং ৪ মিটার লম্বা এই পিরামিড ২টি এমনভাবে তৈরি করা হয়েছে যে সেটা দেখে বিশেষজ্ঞদের কাছে এটা পরিস্কার যে এগুলি তৈরির সময় জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলি মাথায় রাখা হয়েছিল।

২টি পিরামিডেই ১টি করে কঙ্কালের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। যাদের পা পূর্ব দিক করে রাখা ছিল। এছাড়া ওই ২টি কঙ্কালেরই আশপাশে বেশ কয়েকটি মাটির পাত্র, পাথরের তৈরি কুঠার এবং অন্য বিশেষ পাত্র পাওয়া গেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *