Kolkata

ভাল কোচ দেখুন, এ কোচ কখনও মাঠেই নামেনি, বিজেপিকে পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের


কুৎসা করে কোনও লাভ নেই। কোনওদিন ভোটে দাঁড়াননি। তাও দল পাড়ার মোড় থেকে তুলে নিয়ে গিয়ে রেলমন্ত্রী বানিয়েছে। জাহাজমন্ত্রী বানিয়েছে। দলের মাথায় বসিয়েছে। ভোগ সবই করলেন। তারপর তাঁদের পিছনেই লাথি মারলেন। এদিন বিজেপি দফতরে বসে মুকুল রায়ের ট্রেড মার্ক তোপের জবাবে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।


এদিন তিনি বিজেপিকেও মুকুলের নাম না করে তাঁর কোচিংয়ে না থাকার পরামর্শ দিয়েছেন। যে কখনও মাঠেই নামেনি এমন কোচের আন্ডারে না থেকে ভাল কোচ খোঁজার পরামর্শ দিয়েছেন পার্থবাবু। পার্থবাবুর আরও দাবি, লোকে বলবে তৃণমূল কিছু বলছে না, তাই উত্তর দিচ্ছেন। নাহলে কোন বিজেপি নেতা কি বললেন তা নিয়ে তাঁদের প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *