Entertainment

‘পদ্মাবতী’ বিতর্কে এবার এককাট্টা বলিউড, রবিবার ব্ল্যাকআউট প্রতিবাদ

‘পদ্মাবতী’ বিতর্কে এতদিন হুমকির পাশাপাশি বিভিন্ন মহল থেকে পদ্মাবতী সিনেমার প্রতি মৌখিক সমর্থন উঠে আসছিল। এবার গোটা মুম্বই সিনেমা পাড়া হুমকির বিরোধিতা করতে চলেছে একযোগে। আগামী রবিবার সিনেমা ও টিভির জগতের কলাকুশলী থেকে টেকনিশিয়ান, সকলেই সম্মিলিত প্রতিবাদে সামিল হতে চলেছেন। ঠিক হয়েছে ১৫ মিনিটের জন্য মুম্বইয়ের সব স্টুডিও সহ আউটডোর, সর্বত্র কাজ বন্ধ রাখা হবে। সব স্টুডিওয় বন্ধ রাখা হবে আলো। ব্ল্যাকআউট প্রতিবাদের মাধ্যমেই তাঁরা একযোগে প্রতিবাদ করবেন।

সঞ্জয় লীলা বনশালি বলিউডের অন্যতম সেরা পরিচালকদের মধ্যে একজন। তিনি তো বটেই এমনকি সার্বিকভাবে সৃজনশীল ব্যক্তিদের মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত করতেই তাঁদের ব্ল্যাকআউট প্রতিবাদের সিদ্ধান্ত বলে জানিয়েছে ইন্ডিয়ান ফিল্ম এণ্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন সহ এতে অংশ নিতে চলা ২০টি সংগঠন। সিনেমায় নিজের মত গল্প বলার অধিকার সুনিশ্চিত করাকে সামনে রেখে যেভাবে বলিউড ক্রমশ এককাট্টা হচ্ছে তাতে তা প্রতিবাদী সংগঠনগুলি তো বটেই, এমনকি বিজেপির জন্যও কী খুব সুখের কথা হচ্ছে? প্রশ্ন কিন্তু উঠছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *