World

জোড়াল বিস্ফোরণ, মৃত ২, আহত ১৫

জোড়াল বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটা শহরের পাসতুনাবাদ এলাকায়। এখানেই রহমানিয়া মসজিদে তখন প্রার্থনা চলছিল। শুক্রবার দিনটা মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিশেষ ধর্মীয় দিন হিসাবে পালন করেন। বিশেষ প্রার্থনা হয়। সেইসঙ্গে এখন চলছে পবিত্র রমজান মাস। রহমানিয়া মসজিদে তখন তাই যথেষ্ট ভিড় ছিল। আর ঠিক তখনই সেখানে বিস্ফোরণ হয়।

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের অন্তর্গত কোয়েটা শহর। এদিনের বিস্ফোরণের কড়া ভাষায় নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী। পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই বালুচিস্তানে এমন হামলার ঘটনা ঘটছে। এদিনের বিস্ফোরণ ছিল রমজানের মধ্যে পঞ্চম বিস্ফোরণ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। কীভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ। এলাকায় এই বিস্ফোরণ ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *