Lifestyle

প্রাক্তনের ওপর ক্ষোভ উগরে দিতে ভ্যালেন্টাইনস ডে-তে অফার আনল চিড়িয়াখানা

ভ্যালেন্টাইনস ডে মানেই তো বিশ্বজুড়ে প্রেমের জোয়ার। কিন্তু অনেকে আবার প্রাক্তনের ওপর খুব চটে থাকেন। তাঁদের জন্য দারুণ অফার আনল এক চিড়িয়াখানা।

ভ্যালেন্টাইনস ডে, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, তাঁর ওপর খুব রাগ, এগুলোকে একসঙ্গে একটা সরলরেখায় আনা যেতে পারে, কিন্তু তার সঙ্গে চিড়িয়াখানার সম্পর্ক কি, মনে হতেই পারে। তবে একটি চিড়িয়াখানা যা অফার ভেবে বার করেছে তাতে চিড়িয়াখানাও ওগুলোর সঙ্গে একই সরলরেখায় জুড়ে গিয়েছে।

অনেকের জীবনেই প্রেমে ব্যর্থতার নজির রয়েছে। কাউকে খুব ভালবেসেও সে চিরদিনের হয়নি। ছেড়ে চলে গেছে। যাকে চলতি ভাষায় ব্রেক আপ বলে।

ব্রেক আপের আগে যে মাখো মাখো প্রেম থাকে, ব্রেক আপ হলে ২ জনের মধ্যে ততটাই দূরত্ব ও ক্ষোভ তৈরি হয়। আর এই ক্ষোভকেই অন্যভাবে কাজে লাগাল নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানা।

আরশোলাদের জগতে সবচেয়ে বড় চেহারার আরশোলা পাওয়া যায় মাদাগাস্কারে। এদের চেহারা সাধারণ আরশোলার চেয়ে অনেকটা বড় হয়। এদের বলা হয় হিসিং রোচ।


কেউ চাইলে এই ভ্যালেন্টাইনস ডে-তে তাঁর প্রাক্তনের নামে ওই আরশোলাদের একটির নামকরণ করতে পারেন। এজন্য খরচ মাত্র ১৫ ডলার। ভারতীয় মুদ্রায় ১ হাজার ২৫০ টাকার মত।

এই নামমাত্র খরচে প্রাক্তনের ওপর যাবতীয় ক্ষোভ উগরে দিতে আরশোলার নাম তাঁর নামে রেখে দিতে পারেন ব্যথিত প্রেমিক বা প্রেমিকা। এই নামকরণের পর একটি রঙিন সার্টিফিকেট ইমেল করা হবে। তাতে লেখা থাকবে সেই প্রাক্তনের নামে ওই আরশোলার নামকরণ করা হয়েছে। সেই ইমেল ওই প্রাক্তনের কাছে পৌঁছে গেলেই প্রাণ জুড়োবে ব্যথিত প্রেমিক বা প্রেমিকার।

নিউ ইয়র্কের ওই চিড়িয়াখানা তাদের এই অফারের কথা তাদের এক্স হ্যান্ডলেও প্রকাশ করেছে। ৬ পেয়ে অত্যন্ত বিসদৃশ এই প্রাণির নামে প্রাক্তনের নামকরণ করতে পারার এই সুযোগ কিন্তু রীতিমত সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button