Lifestyle

পার্লার নয়, বাড়িতেই গোলাপ জলে বাড়ান ত্বকের জেল্লা

সৌন্দর্য চর্চায় গোলাপ জলের ব্যবহার আজকের নয়। এই গোলাপ জলকে বাড়িতেই খুব সহজে ব্যবহার করে ত্বকের জেল্লা একেবারে পার্লারের সমতুল করে ফেলা যায়।

সৌন্দর্য চর্চায় গোলাপ জল অত্যন্ত কার্যকরী একটি উপাদান। গোলাপের পাপড়ির নির্যাস থেকে তৈরি গোলাপ জলকে ব্যাবহার করে যে কেউ বাড়িতেই অতিসহজে নিজের ত্বকের পরিচর্যার ব্যবস্থা করে ফেলতে পারেন। এজন্য না লাগে সময়, আর না লাগে কোনও বিশেষ উপাদান। এ বিষয়ে বিশেষজ্ঞ দীপালি বনসলের পরামর্শ মেনে চললেই হল।

দীপালি জানাচ্ছেন, গোলাপ জল দিয়ে খুব সহজেই কয়েকটি ফেস প্যাক বানিয়ে ফেলতে পারা যায়। যার একটি হল অ্যালোভেরা জেল, মধু ও গোলাপ জল, এই ৩টি উপাদানকে একসঙ্গে মিশিয়ে তা মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়ে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই মিশ্রণ মুখের ত্বকের আর্দ্রতা ধরে রেখে তাকে আরও উজ্জ্বল করে তুলবে। আর একটি মিশ্রণ হল ২ টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে তা মুখে ভাল করে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের জেল্লা বাড়বে। তারসঙ্গে গোলাপ জলের গন্ধও মন ভাল করে। মানসিক চাপ কমাতে এ গন্ধ কার্যকরী।

সামনেই গ্রীষ্মকাল। আর গ্রীষ্ম মানেই সূর্যের প্রখর দাবদাহ। গরম বলে তো আর বাড়ি থেকে বার হবেন না এমনটা নয়। সূর্য রশ্মি ত্বকে সানবার্ন তৈরি করে। সহজ করে বললে চামড়া পুড়িয়ে দেয়।

এই সমস্যায় দারুণ কার্যকরী হয় গোলাপ জল। সানবার্নের ফলে ত্বকের লালচে ভাব ও জ্বলন কমিয়ে দেয় গোলাপ জলের প্রলেপ। তুলোয় গোলাপ জল নিয়ে তা সানবার্ন হওয়া ত্বকে লাগালে তা সানবার্নের ছোপ কমায় ও ওই জায়গাকে ঠান্ডা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *