National
এনডিটিভি ইস্যু, পিছু হঠল কেন্দ্র

দেশজুড়ে প্রবল চাপের মুখে অবশেষে এনডিটিভি ইন্ডিয়ার ওপর চাপানো ১ দিনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্রীয়র তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল তারা। সোমবারই কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল এনডিটিভি ইন্ডিয়া। চ্যানেলের সেই আবেদন গ্রহণ করে মঙ্গলবার বিষয়টি নিয়ে শুনানি হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত।
আদালত এনডিটিভি ইন্ডিয়ার আবেদনে সাড়া দেওয়ার পড়ই সম্প্রচার বন্ধের নির্দেশে স্থগিতাদেশ জাড়ি করে কেন্দ্র। এতে অবশ্য মুচকি হাসছে বিরোধীরা। এভাবে সংবাদমাধ্যমের ওপর ফতোয়া জারি করে শেষ পর্যন্ত নিজেদের মুখ পোড়াল বিজেপি সরকার। আগামী দিনে এ নিয়ে সরব হওয়ারও সুযোগ খোলা রইল বিরোধীদের জন্য।