World

পাহাড়ে করোনার দাবি নস্যাৎ করল নেপাল

নেপালের পাহাড়ে পাহাড়ে এখন করোনা। এমনই দাবি করছিল বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু সেই অভিযোগ নেহাতই ভিত্তিহীন বলে উড়িয়ে দিল নেপাল সরকার।

বিভিন্ন সংবাদমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন। এভারেস্ট সহ বিভিন্ন পাহাড়ে চড়তে আসা পর্বতারোহীদের একজনও করোনা পজিটিভ এমন কোনও খবর তাঁদের কাছে নেই।

এটা ঠিক যে তাঁদের জানানো হয়েছে যে পাহাড়ে চড়ার সময় শ্বাসকষ্টের জন্য কয়েকজন পর্বতারোহীকে এয়ারলিফট করে কাঠমান্ডু উড়িয়ে আনা হয়েছে। তবে তাঁদের কারও করোনা পজিটিভ এমন খবর নেই। এমনই পাল্টা দাবি করলেন নেপালের পর্যটন বিভাগের এক আধিকারিক।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বিভিন্ন জায়গায় আগেই প্রকাশিত হয়েছে যে নেপালে এভারেস্টে ওঠার সময় তো বটেই, এমন কি অন্য বেশ কিছু পাহাড়ে ওঠার সময় পর্বতারোহীদের করোনা ধরা পড়েছে। কিন্তু নেপাল সরকার এই পাহাড়ে করোনার তত্ত্ব মেনে নিতে রাজি নয়।

নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর মীরা আচার্য বেশ কিছুদিন ধরেই রয়েছেন এভারেস্টের বেস ক্যাম্পে। তিনিও সাফ জানিয়েছেন তাঁর কাছে কোনও পর্বতারোহীর করোনা সংক্রমিত হওয়ার খবর নেই।

যদিও নেপালের পর্যটন বিভাগ যখন কোনও পর্বতারোহীর করোনা সংক্রমিত হওয়ার খবর মানতে নারাজ তখন কাঠমান্ডুর হাসপাতালের তরফে কিন্তু দাবি করা হয়েছে যে বিদেশি পর্বতারোহীদের আনা হয়েছিল তাঁদের করোনা উপসর্গ ছিল। তাঁদের কয়েকজনের করোনা ধরাও পড়ে।

এটা সপ্তাহ দুয়েক আগের কথা। তারপর তাঁরা এখন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গেছেন। কতজন হাসপাতালে করোনা পজিটিভ ছিলেন? সে উত্তর অবশ্য দিতে চায়নি কাঠমান্ডুর ওই হাসপাতাল কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More