World

কুমিরের পেট থেকে মিলল ৭০টি মুদ্রা, বাস্তবেই ঘটল কুম্ভীর বিভ্রাট

কুমিরের পেট থেকে বেরিয়ে এল এক এক করে ৭০টি মুদ্রা। কুমিরের পেটে কী তবে কুম্ভীর বিভ্রাট গল্পের মত কেউ বেচাকেনা করছিল। শুনে মজা করেই প্রশ্ন করছেন অনেকে।

কুমিরের পেটের মধ্যে এক এক করে জমেছিল ৭০টি মুদ্রা। যা জানাও যেত না যদি না তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হত। যা করতে গিয়ে দেখা যায় ধবধবে সাদা রংয়ের কুমিরটির পেটের মধ্যে রয়েছে মুদ্রা। চিকিৎসকেরা অবাক হয়ে যান। কুমিরটি থাকে একটি চিড়িয়াখানায়। সেখানে একটি বিশেষ জায়গা রয়েছে তার জন্য।

সেখানে তার পেটে কয়েন এল কোথা থেকে? থিবোডক্স নামে ৩৬ বছর বয়সী ওই কুমিরকে অগত্যা অপারেশনের রাস্তায় নিয়ে যেতে হয়। তাকে অজ্ঞান করা হয়। তারপর তার পেট থেকে চিকিৎসকেরা এক এক করে যত্ন সহকারে বার করে আনেন কয়েন বা মুদ্রা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যা দোকানে বাজারে মানুষ কেনাকাটা করতে ব্যবহার করেন, সেই সব কয়েন কুমিরের পেট থেকে বার করে চিকিৎসকেরা ভাল করে দেখেও নেন যে একটিও পড়ে রইল কিনা!

মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহা শহরের চিড়িয়াখানার এই কুমির চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষের বিশেষ আকর্ষণ। তাকে দেখতে ভিড় জমে।

পশু চিকিৎসক থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এটা পরিস্কার যে কুমিরটিকে কয়েন ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিলেন চিড়িয়াখানায় আসা মানুষজনই।

সেগুলি তার দিকে উড়ে এলে সে খাবার ভেবে কয়েকটা খেয়েও ফেলে। সেসব কয়েন তারপর থিবোডক্সের পেটেই থেকে যায়। যা পরবর্তীকালে তার বড় ক্ষতিও করতে পারত। তবে তার আগেই চিকিৎসকেরা সব কয়েন বার করে নিতে পেরেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *