National

বিল মেটাতে না চাওয়া গ্রাহকের মুখে গরম তেল ছুঁড়ল দোকানি


বিল মেটাতে না চেয়ে কপালে জুটল ফুটন্ত তেল। নারকীয় এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের উল্লাসনগরের একটি চাইনিজ রেস্তোরাঁয়। আক্রান্ত ব্যক্তি ২৯ বছরের যুবক ভিকি মাস্কে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে ভিকি তাঁর ৩ বন্ধুর সঙ্গে খেতে যান ভেনাস চক এলাকার মনোজ কলিওয়ারার চাইনিজ রেস্তোরাঁয়। রেস্তোরাঁর ভিতরে তাঁরা চাইনিজ খাবারের সঙ্গে মদ্যপান করছিলেন। রেস্তোরাঁয় তখন ভালোই ভিড় ছিল। খাওয়া শেষে বিল মেটাতে গিয়ে রেস্তোরাঁর কর্মচারিদের সঙ্গে ভিকির তর্কাতর্কি শুরু হয়। খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর বিলের টাকা পুরো মেটাতে অস্বীকার করেন ভিকি। এতে ক্ষেপে যান ওই রেস্তোরাঁর মালিক। দু’পক্ষে শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ।


সেইসময় ঝামেলার ফয়সালা করতে ফোনে ভাইকে তাড়াতাড়ি ওই রেস্তোরাঁয় আসার কথা বলেন ভিকি। ঠিক তখনই আচমকা রেস্তোরাঁর এক কর্মী গরম তেল ছুঁড়ে মারেন ভিকির মুখে। এতে তাঁর শরীরের অনেকখানি অংশ পুড়ে যায়। ভিকির কাছে দাঁড়িয়ে থাকা তাঁর বন্ধুর গায়েও গরম তেল ছিটকে যাওয়ায় পুড়ে যায় তাঁর চামড়া। বাদানুবাদ ও তেল ছোঁড়ার সেই সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। এদিকে গুরুতর আহত ভিকিকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ গ্রেফতার করে রেস্তোরাঁর মালিক ও অভিযুক্ত কর্মচারিকে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *