National

সোনপত বিস্ফোরণে বোমা বিশেষজ্ঞ তুন্ডার যাবজ্জীবন

সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার বোমা বিশেষজ্ঞ আবদুল করিম তুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সোনপতের একটি আদালত। গত সোমবারই তাকে ১৯৯৬ সালের সোনপত বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। এদিন ৭৫ বছরের তুন্ডাকে সাজা শোনাল আদালত।

১৯৯৬ সালের ডিসেম্বরে সোনপতের একটি সিনেমা হলের সামনে প্রথম বিস্ফোরণটি হয়। দ্বিতীয় বিস্ফোরণ হয় কাছের একটি মিষ্টির দোকানের সামনে। বিস্ফোরণে কারও মৃত্যু না হলেও ১৫ গুরুতর আহত হন। সেই বিস্ফোরণের তদন্তে নেমে ২০১৩ সালে ভারত-নেপাল সীমান্ত থেকে অভিযুক্ত আবদুল করিম তুন্ডাকে গ্রেফতার করে পুলিশ। বিচার শুরু হয়। সেই মামলায় এদিন সাজা ঘোষণা করল আদালত।

যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি তুন্ডাকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। আপাতত গাজিয়াবাদের জাসনা জেলের থাকবে তুন্ডা। তার বিরুদ্ধে অন্য বেশ কিছু মামলাও চলছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *