National

ব়্যাগিংয়ের অভিযোগ, আইআইটি থেকে বহিষ্কৃত ২২ ছাত্র

শিক্ষাঙ্গনে ব়্যাগিং এখন অপরাধ। সেই ব়্যাগিং করতে গিয়েই আইআইটি-র মত দুষ্প্রাপ্য ক্যাম্পাসে পড়ার সুযোগ দীর্ঘসময়ের জন্য হাতছাড়া হয়ে গেল ২২ ছাত্রের। আইআইটি কানপুরে ব়্যাগিংয়ের অভিযোগে ১৬ জন ছাত্রকে ৩ বছরের জন্য ও ৬ জন ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করল কর্তৃপক্ষ।

দেশের মেধাবী ছাত্ররাই আইআইটিতে পড়ার সুযোগ পান। সামনে থাকে বিশাল কেরিয়ারের হাতছানি। সেখানে জীবন থেকে ৩টে বছর বাদ যাওয়া মানে কেরিয়ারে বড় ধাক্কা। যা কার্যত জীবনের অপূরণীয় ক্ষতি। তা সত্ত্বেও ব়্যাগিং বন্ধ করতে আইআইটি সেনেটের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। শিক্ষার সঙ্গে যুক্ত মানুষজনই বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী দিনেও বন্ধ হবে না ব়্যাগিংয়ের প্রবণতা।

আইআইটি সেনেটের তরফে জানানো হয়েছে, যে ১৬ জন ছাত্রকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে গত অগাস্ট মাসে জুনিয়র ছাত্রদের ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে। তাই তারা শাস্তির ৩ বছরের সময়কালে ক্ষমা চেয়ে আবেদনও করতে পারবে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *