National

নামী রেস্তোরাঁর চিকেন কারীতে চিকেনের টুকরো নয়, মিলল অন্য কিছু

এক নামী রেস্তোরাঁর চিকেন কারী। গ্রাহকরা এই রেস্তোরাঁয় যথেষ্ট খরচ করেন খাওয়ার জন্য। কিন্তু সেখানেই চিকেন কারী থেকে যা বার হল তা চিকেন নয়।


চিকেন কারী অর্ডার করেছিলেন এক গ্রাহক। নামকরা রেস্তোরাঁ। তাদের চিকেন বা মটন কারী অনেকেই খেয়ে থাকেন। তিনিও চিকেন কারী অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর চলে আসে খাবার। অতিথি কারীর মধ্যে থেকে চিকেনের টুকরো ছিঁড়ে খাওয়ার পর তাঁর মনে হয় যা খাচ্ছেন তা চিকেন নয়। কি খাচ্ছেন তিনি? সেটাই খতিয়ে দেখার জন্য যে টুকরো থেকে তিনি খেয়েছিলেন সেটি কারীর মধ্যে থেকে বার করেন।


আর তা বার করতেই প্লেটের ওপর যা এসে পড়ে তা দেখে কার্যত অন্নপ্রাশনের ভাত ওঠার জোগাড় হয় তাঁর। তিনি দেখেন একটি আস্ত ছোট্ট ইঁদুর। যা কারীতে মাখামাখি অবস্থায় তাঁর প্লেটে পড়ে আছে।


মুম্বই শহরের অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা হিসাবেই পরিচিত বান্দ্রা। সেই বান্দ্রার রেস্তোরাঁ পাপা পাঞ্চো দা ধাবা-র বিরুদ্ধে এমনই এক অভিযোগ সামনে এসেছে। তাদের চিকেন কারীতে ইঁদুর পাওয়া গিয়েছে। এমন অভিযোগ সামনে আসার পর পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। রেস্তোরাঁর মালিক ও ২ রাঁধুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে যিনি ওই চিকেন কারী নিয়েছিলেন এবং কিছুটা খেয়েছিলেন তিনি ইঁদুরটিকে দেখার পর অসুস্থ বোধ করতে থাকেন। তিনি তাঁর চিকিৎসককে ফোন করেন। ফোনেই ওষুধ জেনে নেন।


ওই ব্যক্তির অভিযোগ, তিনি রেস্তোরাঁর যে অ্যাটেনডেন্ট ছিলেন তাঁকে ডেকে বিষয়টি জানানও। কিন্তু তাঁর দাবি, ইঁদুর দেখে কেবল দুঃখিত বলে জানিয়ে বিষয়টি লঘু করেন ওই অ্যাটেনডেন্ট।


এমনকি ম্যানেজারকে ডাকার পরও তিনি নাকি আসেননি। গত রবিবার ঘটা ঘটনার এই খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *