Entertainment

আসার কথা থাকলেও আসেননি গৌরি খান, আক্ষেপ অমিতাভ বচ্চনের

শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের তাঁর ভ্যানিটি ভ্যান সাজিয়ে দিতে আসার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। সেই আক্ষেপের কথা টিভি অনুষ্ঠানেই বলে ফেললেন অমিতাভ বচ্চন।


অভিনেতা অভিনেত্রীদের অনেকের নিজের ভ্যানিটি ভ্যান আছে। শ্যুটিংয়ের ফাঁকে সেই ভ্যানেই বিশ্রাম নেন তাঁরা। ব্যক্তিগত সময় কাটান। এমনই এক ভ্যানিটি ভ্যান রয়েছে অমিতাভ বচ্চনের। অমিতাভ মেগাস্টার। তাঁর তো ভ্যানিটি ভ্যান থাকতেই পারে। তিনি কিছুদিন আগে একটি সিনেমার শ্যুটিং করছিলেন। সেখানে তাঁর সঙ্গে শ্যুটিং করছিলেন শাহরুখ খানও।


শাহরুখ নিজেও সুপারস্টার। অমিতাভ একটি টিভি অনুষ্ঠানে জানান, সেখানে শাহরুখের সঙ্গে তাঁর কথা হচ্ছিল। কথার ফাঁকে শাহরুখ তাঁর ভ্যানিটি ভ্যান দেখাতে অমিতাভ বচ্চনকে নিয়ে যান।


শাহরুখের ভ্যানিটি ভ্যান অমিতাভকে মুগ্ধ করে। ভ্যানের মধ্যেই রয়েছে টিভি, চেয়ার টেবিল। চেয়ার টেবিল আবার সরিয়ে ফেলে জায়গা বার করা যায়। মেকআপের জন্য আলাদা জায়গা। একটি সুন্দর টয়লেটেও রয়েছে।

শাহরুখ অমিতাভকে জানান, তাঁর ভ্যানিটি ভ্যানটি তাঁর স্ত্রী গৌরি খানের ডিজাইন করা। অমিতাভ বচ্চনের ভাল লাগায় তিনি অমিতাভকে কথা দেন গৌরি অমিতাভের ভ্যানিটি ভ্যানটিও সাজিয়ে দেবেন।


শাহরুখ সেকথা বলে গেলেও গৌরি খান নাকি এখনও তাঁর ভ্যানিটি ভ্যানের ইন্টিরিয়র ডেকোরেশন করতে আসেননি। মজার ছলেই কথাগুলো বলেন অমিতাভ।


কৌন বনেগা ক্রোড়পতি নামে অতি জনপ্রিয় টিভি শোয়ের হোস্ট অমিতাভ নিজে। সেখানেই তিনি গৌরি খানের না আসার কথা বলেন।


অমিতাভের কথায় সকলেই হেসে ওঠেন। অমিতাভ উল্টোদিকে বসা হটসিটের প্রতিযোগীকে গৌরি খানের লেখা একটি বই নিয়ে প্রশ্নও করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *