National

বৃদ্ধকে তাড়া করে ছোটাল বাঁদর, তারপরই ঘটল আসল ঘটনা

শিশু থেকে বৃদ্ধ, কাউকে ছাড়ছে না বাঁদররা। এবার বাঁদরের তাড়া খেয়ে হাঁকপাঁক করে ছুট দিলেন ওই বৃদ্ধ। তারপর যা হল তা কাম্য নয়।

বাঁদরের উৎপাত বেশ কিছু এলাকায় এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে সেখানকার মানুষজন কীভাবে তাদের হাত থেকে রক্ষা পাবেন তা বুঝে উঠতে পারছেন না। নানা উপায় অবলম্বন করেও বাঁদরদের হাত থেকে রেহাই নেই।

কখনও খাবার কেড়ে নিচ্ছে, কখনও চশমা, কখনও টাকাকড়ি, কখনও দামি মোবাইল তো কখনও কোলের শিশু। কিছুই ছাড়ছে না তারা। এক ৮০ বছরের বৃদ্ধ নিজের বাড়ির সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তাঁর কাছে হাজির হয় একদল বাঁদর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বৃদ্ধ বুঝতে পারেন তাঁকে আক্রমণের চেষ্টা করছে ওই বাঁদরেরা। অগত্যা তিনি নিজেকে বাঁচাতে সেখান থেকে উঠে পড়েন। আর ঠিক তখনই বাঁদরেরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

আতঙ্কে খুদা বক্স নামে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে ছুটে নামতে শুরু করেন। বাঁদররাও পিছু ধাওয়া করে। সিঁড়ি কিছুটা পার করার পর আর টাল সামলে রাখতে পারেননি ওই বৃদ্ধ।

বৃদ্ধ খুদা বক্স গড়িয়ে পড়েন সিঁড়ি দিয়ে। রক্ত ঝরতে থাকে। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা খুদা বক্সকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার ঘাসিয়া চিলাউলি গ্রামে। এরমধ্যেই এই এলাকায় অনেকের প্রাণ কেড়ে নিয়েছে বাঁদর। নিজেদের বাঁদরের আক্রমণ থেকে রক্ষা করতে লেঙ্গুড় পুষছেন অনেকে। কিন্তু তাতেও বাঁদরের উৎপাত থামেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *