
সিবিএসই ধাঁচের সিলেবাস প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আদর্শ। তাই অন্য বোর্ডের ছাত্রছাত্রীরা স্কুলের গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিবিএসই ছাত্রছাত্রীদের সঙ্গে এঁটে উঠতে পারছেনা। একথা মাথায় রেখে এবার আইসিএসই ও আইএসসি সিলেবাসে আমূল পরিবর্তন আনতে চলেছে আইএসসি কাউন্সিল। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন ও জীবন বিজ্ঞানের মত বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে আইএসসিতে পরিবর্তন আনার ভাবনা চিন্তা চলছে। এছাড়া প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সিলেবাসেরও খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। ২০১৭ থেকে নয়া সিলেবাস কার্যকর করা হতে পারে। ফলে পড়ার ও পরীক্ষার ধরণেও পরিবর্তন আসবে বলে মনে করছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই।