পাঁচতলা পর্যন্ত বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট ছাড়াই জল সংযোগ দেবে কলকাতা পুরসভা। শর্ত একটাই পুরসভার কর আপডেটেড থাকতে হবে। এদিন মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। অনেক সময়েই কেউ নিজের বাড়ি তৈরির জন্য হয়তো পাঁচতলা তোলার ছাড়পত্র নিলেন। কিন্তু তিন তলা পর্যন্ত তুলে আর্থিক কারণে বাকি দুটি তলা তুলে উঠতে পারলেন না। অথবা কোনও প্রোমোটার ফ্ল্যাট তৈরির জন্য পাঁচতলার ছাড়পত্র বার করেও চারতলা পর্যন্ত তুলে কোনও কারণে থেমে গেলেন। সেক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট না থাকায় আবাসনে জল সংযোগ পাওয়া যেত না। যা ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এখন থেকে পুরসভার কর দিয়ে থাকলে বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিককে আর জল সংযোগ নিয়ে ভুগতে হবে না। তবে এই ছাড় কেবলমাত্র পাঁচতলা বাড়ি বা ফ্ল্যাটবাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। পাঁচতলার ওপর বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মেই কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার পর জল সংযোগ দেবে কলকাতা পুরসভা।
Read Next
May 21, 2023
৫ জেলায় তাপপ্রবাহ, একদিন আবার প্রবল ঝড়বৃষ্টি, কবে কোথায় মিলল পূর্বাভাস
May 17, 2023
জ্যৈষ্ঠে টানা বৃষ্টি পেতে চলেছে রাজ্য, কতদিন চলবে এই বৃষ্টি, মিলল পূর্বাভাস
May 15, 2023
মোকা সরতেই বৃষ্টির পরিবেশ তৈরি, কোথায় কবে বৃষ্টির মিলল পূর্বাভাস
May 13, 2023