পাঁচতলা পর্যন্ত বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট ছাড়াই জল সংযোগ দেবে কলকাতা পুরসভা। শর্ত একটাই পুরসভার কর আপডেটেড থাকতে হবে। এদিন মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। অনেক সময়েই কেউ নিজের বাড়ি তৈরির জন্য হয়তো পাঁচতলা তোলার ছাড়পত্র নিলেন। কিন্তু তিন তলা পর্যন্ত তুলে আর্থিক কারণে বাকি দুটি তলা তুলে উঠতে পারলেন না। অথবা কোনও প্রোমোটার ফ্ল্যাট তৈরির জন্য পাঁচতলার ছাড়পত্র বার করেও চারতলা পর্যন্ত তুলে কোনও কারণে থেমে গেলেন। সেক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট না থাকায় আবাসনে জল সংযোগ পাওয়া যেত না। যা ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এখন থেকে পুরসভার কর দিয়ে থাকলে বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিককে আর জল সংযোগ নিয়ে ভুগতে হবে না। তবে এই ছাড় কেবলমাত্র পাঁচতলা বাড়ি বা ফ্ল্যাটবাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। পাঁচতলার ওপর বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মেই কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার পর জল সংযোগ দেবে কলকাতা পুরসভা।
Read Next
May 16, 2025
রাজ্য সরকারি কর্মচারিদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
April 24, 2025
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে, অপেক্ষা শেষ, জানা গেল দিনক্ষণ
April 16, 2025
প্রাক্তন প্রেমিকাকে ৩০০টি উপহার পাঠিয়ে শ্রীঘরে গেলেন প্রেমিক
April 15, 2025
নববর্ষের প্রাক্কালে খুলে গেল কালীঘাট স্কাইওয়াক, মন্দিরে পৌঁছনো এখন আরও সহজ
Related Articles
Leave a Reply