World

ইস্তানবুলে বিস্ফোরণ, মৃত ১৭

Turkey Explosionগাড়ি বোমা বিস্ফোরণে তুরস্কের রাজধানী ইস্তানবুলে মৃত্যু হল ১১ জনের। এরমধ্যে ৭ জন পুলিশ আধিকারিক। গুরুতর আহত হয়েছেন ৩৬ জন। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, এদিন সকালে একটি পুলিশের বাসে আসছিলেন কয়েকজন পুলিশ আধিকারিক। গাড়িটি ভেজনেসিলার মেট্রো স্টেশনের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে জোড়াল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গাড়িটির সঙ্গে সঙ্গে পুলিশের বাসটিও দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। এদিকে যেখানে ঘটনাটি ঘটেছে তার সামান্য দূরেই ইস্তানবুলের মূল পর্যটন কেন্দ্র। সারা বছরই বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। পুলিশ তদন্ত শুরু করেছে। কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশের অনুমান এর পিছনে কুর্দিশ বিদ্রোহীদের হাত রয়েছে। কারণ একমাস আগেও ইস্তাম্বুলে যে বিস্ফোরণটি হয়েছিল তাতে কুর্দিশ বিদ্রোহীরাই জড়িত ছিল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *