National

রোজগার বাড়ার সোনালি হাতছানি, এই রাজ্যের মুখ হচ্ছেন অটো চালকরা

রাজ্যের মুখ হয়ে উঠতে চলেছেন অটো চালকরা। এমনই সিদ্ধান্ত নিল এই রাজ্য। যা পর্যটনে জোয়ার আনবে। সেইসঙ্গে দিন ফেরার আশায় এখন বেজায় খুশি অটো চালকরা।

ইতিমধ্যেই ১০০ জন অটো চালককে বেছে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। রাজ্যের আরও বিভিন্ন প্রান্ত থেকে অটো চালকদের এই প্রশিক্ষণের আওতায় আনতে চলেছে রাজ্যসরকার।

একেবারে রাজ্য সরকারি উদ্যোগে নিজেদের রাজ্যের মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন অটো চালকরা। রাজ্য সরকার মনে করছে তাদের রাজ্যের অতি জনপ্রিয় ঘোরার জায়গাগুলির পাশাপাশি অনেক প্রত্যন্ত এলাকায় ঘোরার জায়গা রয়েছে। যেখানে পর্যটকরা হয় যান না বা গেলেও গাড়ির ব্যবস্থা করে যান।


কিন্তু সেসব প্রত্যন্ত এলাকায় অটোর চেয়ে ভাল যানবাহন হতে পারেনা। কিন্তু অটোতেও যে সেখানে পৌঁছে যাওয়া যেতে পারে তা অনেক পর্যটকই জানেন না। তাঁদের সে বিষয়টি জানাতে হবে।

বিশেষত বিদেশি পর্যটকেরা যাঁরা কেরালা বেড়াতে আসছেন তাঁরা প্রত্যন্ত কিন্তু অপরূপ সুন্দর সব জায়গায় পৌঁছে যেতে পারেন অটো চালকদের হাত ধরে। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে একটা সমস্যা তাঁদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া।


অটো চালকদের জায়গা বোঝাতে বা পর্যটকেরা যাতে কোথায় কোথায় যাবেন তা বুঝতে পারেন তার জন্য কেরালা সরকারের তরফে কিউআর কোড ব্যবস্থা করা হয়েছে। যা প্রতি অটোতে লাগানো থাকবে। তা স্ক্যান করেও অনেক ঘোরার তথ্য পেয়ে যাবেন পর্যটকেরা।

এই ব্যবস্থা পুরোদমে চালু হলে কেরালার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অটো চালকদের দিন ফিরতে পারে অচিরেই। ভাল রোজগারের মুখ দেখার সুযোগ পেতে পারেন তাঁরা। অন্যদিকে অটোয় অনেক সহজে প্রত্যন্ত এলাকার সৌন্দর্য উপভোগ করে আসতে পারবেন দেশি বিদেশি পর্যটকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button