বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হল গভীর নিম্নচাপে, ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিয়েছিল। যা এবার গভীর নিম্নচাপের চেহারা নিল। যার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
 
						বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া থামছে না। একটা যাচ্ছে তো কিছুদিনের মধ্যেই ফের একটি নিম্নচাপ জন্ম নিচ্ছে। যদিও আবহবিদরাও মেনে নেন যে বঙ্গোপসাগরে নভেম্বরেও নিম্নচাপ তৈরি হতেই পারে। সেটাই হয়েছেও।
একটি ঘূর্ণাবর্ত ক্রমে নিম্নচাপ এবং এখন গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। এবার গভীর নিম্নচাপের চেহারা নিয়ে তা স্থলভাগের দিকে এগিয়ে আসছে।
যার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর হাত ধরে নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করেছে। নিম্নচাপটি বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে অবস্থান করছে।
গভীর নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে।
উপকূলবর্তী সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও মেঘ ঢুকবে তামিলনাড়ুর উপকূল ছাড়িয়ে আরও ভিতরের দিকে। যা চেন্নাই তো বটেই তামিলনাড়ুর অনেক শহর, গ্রামকেই ভাসাতে চলেছে।
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিতে এই সময় দ্বিতীয় বর্ষা নামে। যার জেরে গত বেশ কিছুদিনে তামিলনাড়ুতে ভাল বৃষ্টি হয়েছে। সব জলাধারই ভরে উঠেছে। অনেক জায়গায় জল উপচে গেছে। হালেই চেন্নাই শহরও বানভাসি চেহারা নিয়েছিল।
বঙ্গোপসাগরে নতুন তৈরি হওয়া নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও এর কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













