National

উপচে গেল গঙ্গা, জলের তলায় মন্দির থেকে বসত বাড়ি

গঙ্গার জল হুহু করে ঢুকছে বিভিন্ন এলাকায়। ডুবিয়ে দিচ্ছে সাধারণ মানুষের গঙ্গার ধারের সুন্দর বাড়ি। ভিটেমাটি ছেড়ে পালাচ্ছেন মানুষজন।

গঙ্গার ধার ধরে বাড়ি আর মন্দিরের সারি এখন কার্যত জলের তলায়। গঙ্গার জল বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে। ফলে যেখানে সারা বছর জল থাকে তা আর সেখানে নেই। বরং আরও অনেক ফুট ওপরে উঠে তা গঙ্গা পারের সিঁড়ি পার করে এখন রাস্তায় পৌঁছে গেছে। ফলে গঙ্গার ধারে যে বাড়িগুলি রয়েছে সেগুলির একতলা জলের তলায় চলে গেছে।

জলস্তর আরও বাড়ছে। ফলে সে বাড়িতে আর থাকার উপায় থাকছে না বাসিন্দাদের। অনেকে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কাউকে সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। প্রায় ১০ হাজার পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ভিটে ছেড়ে এখন আশ্রয় নিতে হয়েছে আত্মীয়দের বাড়ি অথবা অস্থায়ী আশ্রয় শিবিরে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গঙ্গা বিপদসীমার ওপর দিয়ে তো বইছেই। সেইসঙ্গে জল ক্রমশ বেড়ে চলেছে। গঙ্গার ধারের সারি সারি মন্দিরে এখন আর যাওয়ার উপায় নেই। কারণ তার অনেকগুলিই গঙ্গার জলে অনেকটা ডুবে গেছে।

বারাণসী শহরের গা দিয়ে বয়ে যাওয়া গঙ্গার এই ভয়াল রূপ দেখে এখন কার্যত প্রমাদ গুনছেন মন্দির শহরের গঙ্গা পাড়ের বাসিন্দারা। ছেড়ে আসা বাড়ির কি অবস্থা হয়েছে তা ভেবে তাঁদের রাতের ঘুম উধাও হয়েছে।

অবশ্য গঙ্গার এই রূপ কমবেশি প্রতিবছরই নজর কাড়ে। তাই মানসিক একটা প্রস্তুতি তাঁদের থাকে। তবু জল কবে সরবে, কবে তাঁরা ফের বাড়ি ফিরতে পারবেন তা নিয়ে একটা দুশ্চিন্তা তো থেকেই যায়।

গঙ্গার জল বাড়ায় বরুণা নদীও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে বারাণসীর গা দিয়ে বয়ে যাওয়া এই নদীও মানুষের বিপদের কারণ হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *