National

স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে কিতকিত, খোখো, ঘুড়ি ওড়ানো সহ ৭৫টি দেশিয় খেলা

স্কুলে পড়াশোনার সঙ্গে খেলাধুলোর প্রয়োজনীয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার দেশের স্কুল পাঠ্যে যুক্ত হতে চলেছে দেশে তৈরি ৭৫টি খেলা।

দেশের খেলাকে এবার গুরুত্ব দিচ্ছে সরকার। একদম ভারতের মাটিতে যেসব খেলার জন্ম, তেমন মাঠে ময়দানে, বাড়ির দালানে, রকে, বাগানে খেলা ৭৫টি দেশিয় খেলা যুক্ত হতে চলেছে স্কুলের পাঠ্যসূচিতে। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক চেষ্টা করছে সনাতনি ও আধুনিক শিক্ষার মিশ্রণ। এজন্য আগেই দেশের সব ভাষাকে প্রচারের আলোয় আনার চেষ্টা শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এবার সেই উদ্যোগে যুক্ত হল আরও এক উদ্যোগ। এবার স্কুলে স্কুলে পাঠ্যসূচিতে ৭৫টি এমন অলিগলি, গ্রামে গঞ্জে হওয়া ভারতীয় খেলাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এগুলির মধ্যে রয়েছে খোখো, ডাংগুলি, ঘুড়ি ওড়ানো, লংড়ি, সাঁওতাল কাট্টি, আতা পাতা, কিতকিত, বিষ অমৃত-এর মত খেলা।

এসব খেলা শেখা এবং খেলার সঙ্গে সঙ্গে ভারতের পুরাতনি সংস্কৃতি ও ক্রীড়া সম্বন্ধেও নতুন প্রজন্ম জানতে পারবে বলে মনে করছে মন্ত্রক। সেইসঙ্গে পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশেও এসব খেলা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে কাজে দেবে।

ভারতে একটা সময়ে নগর থেকে গ্রামের শৈশব যেসব খেলার মধ্যে কেটেছে, সেসব খেলাকে নতুন মোড়কে স্কুল পাঠ্যে যুক্ত করা হলে সেগুলি ছোটদের মানসিকভাবে শক্তিশালী হতেও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রের বিকাশেও যথেষ্ট মনোযোগ দিচ্ছে কেন্দ্র। জোর দেওয়া হচ্ছে যোগাতেও। সব মিলিয়ে দেশের সনাতনি অভ্যাসকে ফিরিয়ে আনতে যে কেন্দ্র উদ্যোগী তা এই পদক্ষেপ থেকে পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *