National

৬০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিলেন এক চিকিৎসক

ডাক্তারবাবুর সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি টাকার ওপর। সেই বিপুল সম্পত্তি তিনি এক কথায় দান করে দিলেন। তাঁর স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন।

চিকিৎসক হিসাবে তিনি জীবনে সফল। চিকিৎসক হিসাবে সুনামও অর্জন করেছেন। রোজগারও করেছেন প্রচুর। কিন্তু শিকড়টা সবসময় মাটিতে গাঁথা ছিল।

২০২০ এবং ২০২১ সালের কঠিন সময়ে ৫০টি গ্রাম তিনি দত্তক নিয়ে নেন। সে গ্রামের মানুষদের সবরকম চিকিৎসার ভার নেন তিনি। গ্রামবাসীদের সবরকম সুযোগসুবিধার বন্দোবস্তও তিনিই করেন। গ্রামবাসীদের চোখে তিনি ঈশ্বরের দূত হয়ে ওঠেন।

জীবনে ৪ জন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়ার বিরল কৃতিত্বও রয়েছে চিকিৎসক অরবিন্দ গোয়েলের। রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি পুরস্কার পেয়েছেন।

সেই বিখ্যাত সমাজসেবী চিকিৎসক জীবনের সেরা দানটা এবার করেই ফেললেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদে তাঁর ৬০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার সবটাই তিনি উত্তরপ্রদেশ সরকারের হাতে তুলে দিয়েছেন।

জীবনে ৫০ বছরে তিনি যা অর্থ উপার্জন করেছেন, যা সম্পত্তি তৈরি করেছেন তার সবটাই এভাবে সরকারের হাতে তুলে দেওয়ার পিছনেও রয়েছে মহৎ উদ্দেশ্য। দরিদ্রদের সাহায্য করার জন্যই এই দান করেছেন তিনি।

চিকিৎসক অরবিন্দ গোয়েল জানিয়েছেন, তিনি আচমকা এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন এমনটা নয়। এই সিদ্ধান্ত তিনি ২৫ বছর আগেই নিয়েছিলেন। অবশেষে তা বাস্তবায়িত করলেন। তাঁর স্ত্রী রেণু গোয়েল ছাড়া তাঁর পরিবারে রয়েছেন তাঁর ২ পুত্র ও ১ কন্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *