National

৫ লক্ষ টাকার গয়না চুরি করে পালাল ইঁদুর, অনেক কষ্টে উদ্ধার করল পুলিশ

৫ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল কয়েকটি ইঁদুর। ইঁদুররা সেই গয়নার প্যাকেট লুকিয়েও ফেলেছিল। তবে পুলিশ অনেক লড়াই করে তা উদ্ধার করে।

পেশায় তিনি পরিচারিকা। কাজ থেকে কিছুটা সময় সেদিন বার করেছিলেন একটি বিশেষ কাজের জন্য। বাড়িতে থাকা গয়নাগাটি তিনি আর বাড়িতে না রেখে ব্যাঙ্কে রেখে দিতে যাচ্ছিলেন।

সে সময় তাঁর এক হাতে ছিল গয়নার প্যাকেট। অন্য হাতে পাও ভাজির প্যাকেট। যাত্রাপথে পথ শিশুদের দেখতে পেয়ে তাদের হাতে পাও ভাজির প্যাকেট তুলে দেন। তারপর গন্তব্যে পৌঁছন।

ব্যাঙ্কে পৌঁছে তিনি বুঝতে পারেন এক ভয়ংকর ভুল তিনি করে ফেলেছেন। পাও ভাজির প্যাকেটের জায়গায় তিনি গয়নার প্যাকেটটি শিশুদের হাতে তুলে দিয়েছেন। আর পাও ভাজির প্যাকেট নিয়ে ব্যাঙ্কে হাজির হয়েছেন।

সেই ভুলের ধাক্কা সামলে মুম্বইয়ের বাসিন্দা সুন্দরী প্লানিবেল নামে ওই মধ্যবয়সী মহিলা হাজির হন পুলিশের কাছে। পুলিশ অভিযোগ পেয়ে ওই ২ শিশুকে খুঁজে বার করার চেষ্টা করে।

তাদের পাওয়াও যায়। কিন্তু শিশুদের মা জানান তাঁরা পাও ভাজি খান না। তাই শিশুরা ওই প্যাকেট জঞ্জালে ফেলে দিয়েছে। পুলিশ জঞ্জালের জায়গা তন্ন তন্ন করে খুঁজেও গয়নার প্যাকেট না পেয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে। আর সেখানেই মেলে সূত্র।

পুলিশ ফুটেজে দেখে ওই প্যাকেট জঞ্জাল থেকে টেনে নিয়ে যাচ্ছে একদল ইঁদুর। প্যাকেটটি টানতে টানতে তারা সেটিকে একটি নর্দমার গর্তে নিয়ে চলে গেল।

পুলিশ দ্রুত সেখানে হাজির হয়ে ওই গর্তের মধ্যে থেকে প্যাকেটটি উদ্ধার করে। নর্দমার ওই গর্তের ভিতরে প্যাকেটটি তখনও অক্ষত অবস্থায় ছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *