National

চায়ের দোকান খুললেন অর্থনীতিতে স্নাতক তরুণী, সামনে লিখলেন ছুঁয়ে যাওয়া লাইন

চাকরির অভাব। তাই এবার কলেজের সামনে চায়ের দোকান খুলে ফেললেন অর্থনীতিতে স্নাতক এক তরুণী। দোকানের সামনে লিখে রেখেছেন জীবন থেকে নেওয়া শিক্ষার কথাও।

২০১৯ সালে অর্থনীতিতে স্নাতক হন তিনি। চোখ জুড়ে সোনালি স্বপ্ন। একটা ভাল চাকরি। একটা সুস্থ, সুন্দর জীবন। শুরু হয় চাকরি পাওয়ার জন্য লড়াই।

সেই লড়াই টানা ২ বছর চালিয়ে গেছেন তিনি। ফল হয়নি। চাকরি শিকেয় ছেঁড়েনি। ২ বছর চাকরির চেষ্টা করে হাল ছাড়েন প্রিয়াঙ্কা গুপ্তা। আর অপেক্ষা না করে রোজগারের অন্য পথ খুঁজে নেন তিনি।

কলেজের সামনে একটি চায়ের দোকান খোলেন প্রিয়াঙ্কা। লজ্জার কিছু নেই। প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন তাঁর অনুপ্রেরণা প্রফুল বিল্লোর। যিনি বেশি পরিচিত এমবিএ চায়েওয়ালা নামে।

প্রিয়াঙ্কা তাঁর দোকানের সামনে মেনু কার্ড লাগিয়ে দিয়েছেন। চায়ের দাম ১৫ থেকে ২০ টাকা। সঙ্গে কুকিজ বিস্কুটও পাওয়া যাচ্ছে। দাম ১০ টাকা। কলেজের সামনে এই তরুণীর দোকানে কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষের ভিড় এখন লেগেই থাকছে।


দোকান মানে কিন্তু ঝাঁ চকচকে চার দেওয়ালের দোকান নয়। খোলা আকাশের নিচে একটি টেবিল পাতা। তার ওপরই রাখা চা তৈরির সরঞ্জাম। সেখানেই তৈরি হচ্ছে চা।

একটি ফ্লেক্স দড়ি দিয়ে টাঙানো রয়েছে সামনে। সেটাই প্রিয়াঙ্কার মেনু কার্ড। যেখানে চায়ের দামের সঙ্গে লেখা আছে নানা কথাও। যা তাঁরই জীবনবোধ।

সেখানে ইংরাজি হরফে হিন্দি লাইন লেখা। যার মানে দাঁড়ায় মানুষ কি ভাববে সেটাও যদি তুমি ভাব তাহলে মানুষ কি ভাবার জন্য কি থাকবে?

আরও লেখা, অত ভেবো না, চালু করে দাও। প্রিয়াঙ্কার দোকান কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিহারের পাটনার ওমেনস কলেজের সামনে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button