National

গ্যাসের সিলিন্ডার মাথায় গরবা নাচলেন মহিলারা

মাথায় রয়েছে গ্যাসের সিলিন্ডার। আর তা মাথায় করেই গরবা নাচছিলেন মহিলারা। নবরাত্রিতে গরবা নেচে থাকেন মহিলারা। তারই অংশ হল সিলিন্ডার নিয়ে নাচ।

নবরাত্রি চলছে। যার একটি অবিচ্ছেদ্য অংশ হল গরবা নাচ। মহিলারা নবরাত্রি উপলক্ষে গরবা নাচে অংশ নেন। সেইসঙ্গে অনেক জায়গায় কন্যা ভোজনও হয়। মহিলারা রান্না করে অনেক মেয়েকে খাওয়ান। এমনই এক কন্যা ভোজনের আয়োজন করেছিলেন কয়েকজন মহিলা।

নবরাত্রি বড় করেই পালিত হয় পশ্চিম ও মধ্য ভারতে। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এমনই নবরাত্রি পালিত হচ্ছিল একটি মন্দিরে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

স্থানীয় কয়েকজন মহিলা সেই মন্দিরে হাজির হয়ে নবরাত্রি পালনের অঙ্গ হিসাবে ৫১ জন মেয়েকে খাওয়ানোর কন্যা ভোজন-এর আয়োজন করেন। রান্না করা হয়। ওই মহিলাদের দাবি, এরপর তাঁরা স্থির করেন গরবা নাচবেন। তবে একটা প্রতিবাদের ভাষাকে সঙ্গী করে।

মহিলারা ছোট এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে গরবা নাচে অংশ নেন। কেন গ্যাসের সিলিন্ডার নিয়ে? গ্যাসের দাম হুহু করে বাড়ছে। ইতিমধ্যেই তা ১ হাজার টাকার দরজায় পৌঁছে গেছে। তাল মিলিয়ে বাড়ছে আনাজপত্রের দামও।

এই পরিস্থিতিতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। দরিদ্র শ্রেণির মানুষজন বুঝে উঠতে পারছেন না পরিবারের দৈনিক খাদ্য সংস্থান হবে কীভাবে? এরই প্রতিবাদে মাথায় সিলিন্ডার নিয়ে গরবা নাচের অভিনব প্রতিবাদ বলে জানান মহিলারা। ওই মহিলারা কংগ্রেসের হয়ে প্রতিবাদে শামিল হন।

প্রসঙ্গত মধ্যপ্রদেশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথের নেতৃত্বে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। তারই একটি অংশ হিসাবে সামনে এল সিলিন্ডার নিয়ে গরবা নাচ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *