National

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়াটা দুর্ঘটনা, জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক

প্রথমে পাকিস্তান ভেবেছিল একটি ভিনগ্রহের অচেনা কোনও যান আছড়ে পড়েছে তাদের মাটিতে। পরে তারা জানায় ওটা একটা ভারতীয় ক্ষেপণাস্ত্র। পুরোটাই দুর্ঘটনা, জানাল ভারত।

পাকিস্তানের মাটিতে গত ৯ মার্চ যেটি আছড়ে পড়ে সেটি প্রথমে কি সেটাই বুঝে উঠতে পারছিলনা তারা। প্রথমে তারা সেটিকে ভিনগ্রহের যান বলেও মনে করছিল। পরে তারা জানায় ওটা আসলে ভারতের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ছিল।

এবার বিষয়টি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিল ভারতের প্রতিরক্ষামন্ত্রক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সিরসাতে ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্রটি বেরিয়ে যায়। তারপর তা আছড়ে পড়ে পাকিস্তানের মাটিতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য ভারত যে দুঃখিত তাও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে। এটি নিছকই একটি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে গেছে বলেও পরিস্কার করেছে তারা।

সেইসঙ্গে কেন এমন ঘটনা তা খতিয়ে দেখতে একটি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত পাকিস্তানে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তান এর আগে জানায়, আকাশের অনেকটা উঁচুতে একটি সুপারসনিক বস্তু তাদের জমিতে আছড়ে পড়ে। নাম না জানা বস্তুটি যে ভারতের ক্ষেপণাস্ত্র ছিল তাও পরে বুঝতে পারে তারা।

এ নিয়ে ভারতের কাছে নালিশও জানায় তারা। কোনও প্ররোচনা ছাড়া এভাবে তাদের আকাশ ব্যবহার করা এবং তাদের জমিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা যাতে আর কখনও না হয় সেদিকে নজর রাখতেও ভারতকে অনুরোধ করে তারা। এবার ভারতও জানিয়ে দিল এটা কোনও ইচ্ছাকৃত ঘটনা ছিলনা। নেহাতই দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *