National

বিদেশ থেকে ভারতে এলে এখন মানতে হবে এই নিয়মগুলি

বিদেশ থেকে সারাদিনে বহু মানুষই ভারতের মাটিতে পা রাখছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাঁদের এই আগমনে নয়া নিয়মবিধি জারি করল কেন্দ্রীয় সরকার।

করোনার তৃতীয় ঢেউয়ে এখন বেসামাল গোটা বিশ্ব। ভারতেও হুহু করে বাড়ছে সংক্রমণ। ইউরোপের দেশগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ।

এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে তো বটেই, এমনকি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই এমন দেশ থেকে ভারতের মাটিতে নামলেও মানতে হবে একগুচ্ছ নিয়ম। কেন্দ্র শুক্রবার নয়া নির্দেশিকা জারি করেছে।

বিদেশ থেকে ভারতে এলে বিমানবন্দরেই কোভিড পরীক্ষা করা হবে। সেখানে আগত ব্যক্তিকে তাঁর নমুনা নিতে দিতে হবে। পরীক্ষা হবে সেখানেই।

সেই পরীক্ষার খরচ যাঁর পরীক্ষা হচ্ছে বিদেশ থেকে আগত সেই ব্যক্তিকেই বহন করতে হবে। যতক্ষণ না পরীক্ষার ফল আসছে তাঁকে বিমানবন্দরেই অপেক্ষা করতে হবে।

ফল যদি নেগেটিভও আসে তাহলেও তাঁকে ৭ দিনের জন্য বাড়িতে নিভৃতবাসে থাকতে হবে। অষ্টম দিনে তাঁকে আরটি-পিসিআর পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট এয়ার সুবিধা পোর্টালে আপলোড করে দিতে হবে।

সেই রিপোর্টও নেগেটিভ এলে তাঁকে আরও ৭ দিন নিজের স্বাস্থ্যের ওপর নজর রাখতে হবে। এটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ নয় এমন সব দেশ থেকে আসা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এ তো গেল নেগেটিভ হলে তখন। কিন্তু যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে নিয়ম আরও কঠোর হবে। সেক্ষেত্রে তাঁকে কঠোর নিয়ম মেনে নিভৃতবাসে থাকতে হবে।

নিভৃতবাস হবে নয়া নির্দেশিকা মেনে। বিমানবন্দরে রিপোর্ট পজিটিভ এলে ওই ব্যক্তির নমুনা জিনোমিক পরীক্ষার জন্য পাঠাতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button